ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : ছাত্রছাত্রীদের বিক্ষোভে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, রক্তাক্ত ছাত্র-নিরাপত্তারক্ষী। শিক্ষার পরিবেশ ফেরানো ও উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্বভারতীতে বিক্ষোভ দেখান। যার পরই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস ঘেরাও ছাত্রছাত্রীদের একাংশের।
ধস্তাধস্তি ছাত্র-নিরাপত্তারক্ষীদের
তারা কর্মীরা অফিসে ঢোকার চেষ্টা করলে বাধা ছাত্রছাত্রীদের। কর্মীদের বাধা দেওয়ায় নিরাপত্তারক্ষী ও ছাত্রছাত্রীদের হাতাহাতি। ধস্তাধস্তিতে আহত ১ নিরাপত্তারক্ষী ও ১ ছাত্র। ছাত্রছাত্রীদের অভিযোগ, বিশ্বভারতীতে শিক্ষার পরিবেশ নেই। উপাচার্য তাঁদের কোনও কথা শোনেন না বলেও অভিযোগ করেন তাঁরা। মাঝে দীর্ঘ চারবছর উপাচার্য সেভাবে কোনওরকম যোগাযোগ করেননি বলেও অভিযোগ শানান তাঁরা। বিক্ষোভ ভেঙে দিতে উপাচার্য পুলিশকে গুলি চালানোর নির্দেশও দিয়েছেন বলেই অভিযোগ ছাত্রছাত্রীদের।
মারধরের অভিযোগ উপাচার্য-র
ছাত্রছাত্রীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ শানিয়েছেন উপাচার্য। ছাত্রছাত্রীদের একাংশ মারধর করতে উদ্যত হয় বলেও অভিযোগ করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। যদিও তিনি ছাত্রছাত্রীাদের ঠিক কী অভিযোগ, তা শুনতে তৈরি বলেই জানিয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে বিতর্কে জড়িয়েছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর মন্তব্য নিয়ে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যার সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। ওই ভাইরাল ভিডিওতে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্ চক্রবর্তীকে বলতে শোনা যাচ্ছে, ‘বিশ্বভারতী আজ পশ্চিমবঙ্গ ভারতী বা বোলপুর ভারতী হয়ে গেছে। এটা হতে দেওয়া হবে না।’ এই মন্তব্যের মাধ্যমে নাম না করে রাজ্য সরকারকেই কটাক্ষ করেছেন বিশ্বভারতীর উপাচার্য, এই অভিযোগ রাজ্যের শাসক দলের একাংশের। রাজ্যের মন্ত্রী ও বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার কটাক্ষ, ‘বিশ্বভারতী চালাতে ব্যর্থ হয়ে উপাচার্য এই সব বলছেন।’
উত্তরাখণ্ডের রামগড়ে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে। উপাচার্য ইঙ্গিত দিয়েছেন, অধ্যাপকদের শান্তিনিকেতন থেকে গিয়ে রামগড়ের ক্যাম্পাসকে দাঁড় করানোর দায়িত্ব নিতে হবে। গত বছরের অগাস্টের শেষদিকে বিশ্বভারতীতে পড়ুয়াদের আন্দোলন শুরু হয়। বাড়িতে আটকে পড়েন উপাচার্য। তিনি অভিযোগ করেন, আন্দোলনের জেরে তাঁর বাড়িতে খাদ্যদ্রব্য পৌঁছচ্ছে না। নিরাপত্তার অভাবের কথা জানিয়ে প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদিকে চিঠিও লেখেন উপাচার্য।