সমীরণ পাল,উত্তর ২৪ পরগনা: গাইঘাটায় ভোটার তালিকায় আজব কাণ্ড! গাইঘাটার ভোটারের নাম বাদ, একই নামে অন্য ঠিকানায় ভোটার থাকার অভিযোগ ! নাম, বাবার নাম একই রেখে রাজারহাট-নিউটাউন বিধানসভায় ভোটার ? উঠেছে প্রশ্ন। দায় কার? তা নিয়ে একে অন্যকে নিশানা করেছে তৃণমূল ও বিজেপি।
আরও পড়ুন, নয়ডায় ভুয়ো থানা খুলে 'প্রতারণা', গ্রেফতার বীরভূমের প্রাক্তন TMC নেতা বিভাস অধিকারী ! ধৃত মোট ৬
ছবি-ঠিকানা পাল্টে নতুন ভোটার কার্ড তৈরি, অভিযোগ গাইঘাটার ভোটারের। বিডিও-কে লিখিত অভিযোগ গাইঘাটার সুটিয়ার বাসিন্দা পরিমল দাসের। '২০০৩ সালে ১৯ বছর বয়সে প্রথম ভোট দিয়েছি। ২০১৯ সালে লোকসভা ভোটের সময় নাম কাটা যায়। নেপথ্যে বড় চক্র থাকতে পারে, বলে অভিযোগ তুলেছেন পরিমল দাস। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাইঘাটার BDO।
ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে বিরোধীদের বিক্ষোভের মধ্যেই উত্তর ২৪ পরগনায় আজব কাণ্ড!ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম উধাও। ছবি, ঠিকানা বদলে তৈরি হয়েছে নতুন ভোটার কার্ড এমনই অভিযোগ করেছেন গাইঘাটার সুটিয়া গ্রাম পঞ্চায়েতের পরিমল দাস।তাঁর দাবি,২০০৩ সালে ১৯ বছর বয়সে প্রথম ভোট দেন। অভিযোগ,আচমকাই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় গত ১০ বছর ধরে ভোট দিতে পারছেন না ওই ব্যক্তি।
সম্প্রতি জানতে পারেন, তাঁর ও তাঁর বাবার নাম এবং একই এপিক নম্বরে ছবি আর ঠিকানা বদলে রাজারহাট-নিউটাউন বিধানসভায় তৈরি হয়েছে নতুন ভোটার কার্ড। অভিযোগকারীর দাবি, বৈধ ভোটারের নাম কেটে দেওয়ার পিছনে কোনও বড় চক্র কাজ করেছে। গাইঘাটার নাম বাদ পড়া ভোটার পরিমল দাস বলেন,১০ বছর আগে থেকে ভোট দিতে পারছি না। আমার ভোটটা কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি আমার ভোটটা কেটে গেল কেন। পরে আমি কম্পিউটার নেট থেকে বার করে দেখি, অন্য এক ব্যক্তি আমার নাম সবকিছু সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে ঠিকানা, ছবি সবকিছু ডুপ্লিকেট করে কলকাতার রাজারহাট-নিউটাউন ঠিকানা করে নিয়েছে। নাম, বাবার নাম সব এক আছে।
এই নিয়ে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল বাগ্যুদ্ধ। গাইঘাটার বিজেপি বিধায়কের অভিযোগ, ভুয়ো ভোটার, মৃত ভোটার রেখে ভোটে জেতার কৌশল নিয়েছে তৃণমূল। গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, পশ্চিমবঙ্গে প্রায় এক কোটির ওপর ভুয়ো ভোটার...প্রশাসনের ওপর প্রভাব খাটিয়ে তারা জাল নাম, উল্টোপাল্টা নাম, ডেড ভোটার রেখে দিয়ে তৃণমূলে যারা আছে মমতার যাকা আছে তারা ১৪ বছরে পারদর্শী হয়ে গেছে। পাল্টা কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দায় চাপিয়েছে তৃণমূল।
বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সহ সভাপতি নরোত্তম বিশ্বাস বলেন,'আধার কার্ড ভোটার কার্ড এগুলো তো সেন্ট্রাল থেকে করা হয়...কেন্দ্রীয় এজেন্সি হয়তো ঘুমোচ্ছে...তারা তাদের মতো ধরুক...এমন কাজ কেউ করে থাকলে একশো ভাগ অন্যায়।' অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন।গাইঘাটা BDO নীলাদ্রি সরকার বলেন, অভিযোগ জমা পড়েছে...তদন্ত করে দেখব...রাজারহাটের AERO-কে বলব...ভোটার কার্ড আবার এখানে ট্রান্সফার করিয়ে আনতে হবে।ছাব্বিশের ভোটের আগে ফের উত্তর ২৪ পরগনায় ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি।