কলকাতা: ওয়াকফ অশান্তির ইস্যুতে শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। মুর্শিদাবাদকাণ্ডের তদন্ত ফের NIA-কে দিয়ে করানোর দাবি শুভেন্দু অধিকারীর।

এদিন বিরোধী দলনেতা বলেন, 'মুর্শিদাবাদে চক্রান্ত মৌলবাদীদের। আনসারুল বাংলার মতোই বিপজ্জনক তৃণমূল কংগ্রেস। ১০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। ভিনরাজ্যে কর্মরত অভিযুক্তদের আত্মীয়দের রাজ্যে ফিরে এসে মেরামতের কাজ করে দিয়ে যেতে হবে। বিজেপি শাসিত রাজ্য থেকে এদের ফিরিয়ে এনে সারাইয়ের কাজ করানো হবে। রোডম্যাপ তৈরি, অভিযুক্তদের তালিকাও তৈরি। রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় ভোট না হলে, ৫০টি আসনে ভোটই হবে না। ভোট এবং ভোটের পরের তিন মাস নিরাপত্তার দায়িত্ব দিতে হবে নির্বাচন কমিশন।'

আরও পড়ুন, ওয়াকফ আইনের প্রতিবাদে তুমুল বিক্ষোভ এবার ভাঙড়ে ! উপস্থিত বিশাল পুলিশবাহিনী..

 প্রসঙ্গত, গত শনিবার ওয়াকফ-অশান্তিতে আজিমগঞ্জে রেল অফিসে ভাঙচুরের ঘটনায়, NIA তদন্ত চেয়ে রেলমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।  মূলত, আজিমগঞ্জে রেললাইনের ধারে গেটম্যানের অফিস ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠে এসেছিল। অভিযোগ, লাইন থেকে তুলে পাথর ছোড়া হয়েছিল অফিসে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল জেনারেটরে। ভাঙচুর করা হয়েছিল পাওয়ার রুমে।  রিলে রুমের গেটেও ভাঙচুরের চেষ্টার অভিযোগ উঠেছিল।  শুভেন্দু বলেছিলেন, 'ওয়াকফ আইনের প্রতিবাদে একের পর এক রেল স্টেশনে হামলা হয়েছে। রেল স্টেশনের মতো সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে। এতে শুধু জরুরি পরিষেবা বিঘ্নিত হচ্ছে তা নয়, মানুষের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার পক্ষে বিপদ্দজনক'।

এদিকে সামশেরগঞ্জ ও ধুলিয়ানের অলিতে গলিতে টহল দিচ্ছে বিএসএফ। বাড়ির ছাদ থেকে সরাতে বলা হচ্ছে জমিয়ে রাখা পাথর, ইটের টুকরো। এদিকে মুর্শিদাবাদ অশান্ত হয়ে ওঠার পর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ শাসক দলের বিধায়ক। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি এখন আগের তুলনায় ভাল।মুর্শিদাবাদের সামশেরগঞ্জের এক বাসিন্দা বলেন,'সেন্ট্রাল ফোর্স যখন থেকে আছে আমরা একটু নিঃশ্বাস ফেলতে পারছি।'

BSF আধিকারিক বলেছেন, 'যেটা আপনি দেখতে পাচ্ছেন, আপনিই বুঝে নিন বিল্ডিংয়ের ওপর পাথর কেন রাখা হয়েছে।আপনি তো বুঝতেই পারছেন।' আপনারা কি সেটাই এখন সরাচ্ছেন? এবিপি আনন্দ-এর প্রশ্নের উত্তরে, BSF আধিকারিক জানিয়েছেন, আমরা সরাব না। ওনাদের দিয়েই সরানো হবে। যারা স্থানীয় বাসিন্দা আছেন, তাঁদেরকে জিজ্ঞেস করুন। স্থানীয় যারা আছেন তাঁদেরকে বলুন যে এইসব পাথর যেন সরিয়ে দেয়।' বিএসএফ যখন এই ভূমিকা পালন করছে, তখন সামশেরগঞ্জে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।