অর্ণব মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পাইপ লাইন (Pipeline) ও গার্ডেনরিচ পাম্পিং স্টেশনে (Gardenrich Pumping Station) মেরামতির কারণে শনিবার প্রায় একদিন দক্ষিণ কলকাতার (South Kolkata) একাংশে বন্ধ থাকবে জল সরবরাহ। অন্যদিকে মেরামতির কাজের জন্য শনিবার থেকে সোমবার, শিয়ালদা (Sealdah)-বনগাঁ শাখায়  বাতিল একাধিক ট্রেন। পাশাপাশি শিয়ালদা-নৈহাটি রুটেও শনি ও রবিবার একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। ফলে ভোগান্তির আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা। 


একদিকে জল, অন্যদিকে ট্রেন: শনিবার দিনের একটা বড় সময় বন্ধ থাকতে চলেছে এই দুই পরিষেবা। পাইপ লাইনে ফুটো ও গার্ডেনরিচ পাম্পিং স্টেশনে মেরামতির জন্য শনিবার প্রায় পুরোদিন বন্ধ থাকতে চলেছে দক্ষিণ কলকাতার একাংশে জল সরবরাহ।


দুটি পাইপলাইনের জয়েন্টে ফাটল: কলকাতা পুরসভা সূত্রে খবর, এসপি মুখার্জি ও বাওয়ালি মণ্ডল রোডে দুটি পাইপলাইনের জয়েন্টে ফাটল দেখা দিয়েছে। সেই ফাটল মেরামতি হবে শনিবার। পাশাপাশি, মেরামতি চলবে গার্ডেনরিচের পাম্পিং স্টেশনেও। অন্যদিকে, ট্রেন লাইনে মেরামতির জন্য শনিবার শিয়ালদা-রানাঘাট ও শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল। ফলে দিনভর ভোগান্তির আশঙ্কা আমজনতার। 


ফলে শনিবার সকাল ১০টা থেকে বেহালা, রানিকুঠি, গড়ফা, কালীঘাট, চেতলা, বাঁশদ্রোণী-সহ দক্ষিণ কলকাতার একাংশে বন্ধ থাকবে জল সরবরাহ। রবিবার সকাল থেকে ফের জল সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা । অন্যদিকে, লাইনে মেরামতির জন্য শনিবার ১২ ঘণ্টা শিয়ালদা-রানাঘাট ও শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল। 


ট্রেন বাতিল: পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, একদিকে টিটাগড় স্টেশনে মেরামতির কাজের জন্য শনি ও রবিবার শিয়ালদহ-রানাঘাট শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে, দত্তপুকুর স্টেশনে কাজ হবে বলে শুক্র, শনি, রবি ও সোমবার, শিয়ালদহ-বনগাঁ শাখাতেও বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। প্রতিদিন হাজার হাজার মানুষের কাছে কর্মক্ষেত্রে পৌঁছনোর অন্যতম মাধ্যম লোকাল ট্রেন। একের পর এক ট্রেন বাতিলে ভোগান্তির মুখে পড়ার আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা।



টালার ট্য়াঙ্কে নতুন পরিকাঠামো: উল্লেখ্য টালার ট্যাঙ্ক (Tala Tank) থেকে শহরবাসীর (Kolkata) দুয়ারে আরও নির্ঝঞ্ঝাটে জল সরবরাহে তৈরি হচ্ছে নতুন পরিকাঠামো। চলছে ৪৮ ইঞ্চি ব্যাসের বড় পাইপলাইন বসানোর কাজ। সেই পাইপলাইন যাবে ট্রেসেল ব্রিজের মাধ্য়মে। শুরু হয়েছে সেই ব্রিজের কাজ। বয়স তার ১০০ পেরিয়েছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে রোজই দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না। দেশ তাকে এক নামে চেনে । 


ঐতিহাসিক টালা ট্যাঙ্ক (Tala Tank) । যে মজবুত ইস্পাতে টাইটানিক জাহাজ গড়া হয়েছিল, তাতেই তৈরি এশিয়ার বৃহত্তম জলের ট্যাঙ্কের বিপুলায়তন শরীর । ব্রিটিশ আমল থেকেই টালার ট্যাঙ্ক মহানগরীর জলের ভাণ্ডার। কিন্তু সময়ের নিয়মে ট্যাঙ্ক হয়ে পড়েছিল জীর্ণ। ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছিল জল।  তাই চারটি কম্পার্টমেন্টই সারানোর পরিকল্পনা নেওয়া হয়। 


৩টি কপার্টমেন্টের মেরামতির কাজ শেষ হলেও চলছে জলভাণ্ডারের চতুর্থ প্রকোষ্ঠের কাজ। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারিতেই খুলে দেওয়া হতে পারে সেটি।


আরও পড়ুন: East Midnapur News: আবাস যোজনার দুর্নীতির ভুড়ি ভুড়ি অভিযোগ, খতিয়ে দেখতে মহিষাদলে কেন্দ্রের প্রতিনিধি দল