উজ্জ্বল মুখোপাধ্য়ায় ও সুদীপ্ত আচার্য, কলকাতা: মণিপুর নিয়ে আগেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুর হিংসার প্রসঙ্গ উঠতে চলেছে রাজ্য বিধানসভাতেও (WB Assembly Session)। সোমবার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভয়র বাদল অধিবেশন শুরু হচ্ছে। সেখানে মণিপুরের প্রসঙ্গ উঠতে পারে বলে শোনা যাচ্ছে। বাদল অধিবেশনের আগে সর্বদল বৈঠক রয়েছে। তার পরই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে (Manipur Violence)।
মণিপুর হিংসায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ
গত দুই মাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। এখনও পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া প্রায় ৪০ হাজারের বেশি মানুষ। সেই নিয়ে নিন্দার ঝড় উঠেছে গোটা দেশে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। ২১ জুলাই সমাবেশে মমতাও সেই নিয়ে নিশানা করেছিলেন কেন্দ্রকে।
তবে মণিপুরে আগুন স্তিমিত হওয়ার কোনও লক্ষণ নেই। বরং লাগাতার নৃশংসতার খবর সামনে আসছে। সেই আবহে সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। সূত্রের দাবি, বিধানসভার বাদল অধিবেশনে মণিপুর ইস্যুতে আলোচনা হতে পারে।
আরও পড়ুন: Howrah Mangalahat: বিধ্বংসী আগুনে ভস্মীভূত মঙ্গলাহাট, 'সংসার কীভাবে চালাব?' কান্নায় ভাঙলেন ব্যবসায়ীরা
শনিবার এ নিয়ে মুখ খোলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানান, অধিবেশনের জন্য আগেই রাজ্যপালের কাছে আবেদন করা হয়েছিল। রাজ্যপাল কেরলে একটি কাজে ব্যস্ত ছিলেন। তাই জবাব আসতে দেরি হয়েছে। বিধানসভায় কী কী বিল নিয়ে আলোচনা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে, সূত্রের দাবি, মণিপুর নিয়ে এবারের বিধানসভার অধিবেশনে আলোচনা হতে পারে।
যদিও অধ্যক্ষ জানিয়েছেন, সর্বদলীয় বৈঠকের পরেই এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তাঁর কথায়, "প্রশাসন মারফত বিধায়কদের কাছে বার্তা পাঠিয়ে দেওয়া হবে।"
বিধানসভায় মণিপুর প্রসঙ্গ! সর্বদল বৈঠকে সিদ্ধান্ত হবে
যদিও বিজেপি-র বিধানসভার মুখ্য সচেতক মনোজ টিগ্গা জানিয়েছেন, "তৃণমূল কী করবে তা আমাদের জানা নেই। মণিপুর নিয়ে কোনও প্রস্তাব আনা হবে কি না, আনা হলে কবে, সে সম্পর্কে কোনও তথ্য নেই। আমাদের পদক্ষেপ কী হবে, তা মঙ্গলবার পরিষদীয় বৈঠকে ঠিক হবে।" সোমবার সকাল ১১টায় হবে সর্বদল বৈঠক। ১২টা থেকে শুরু হবে বিধানসভার বাদল অধিবেশন।
মণিপুর নিয়ে এযাবৎ একাধিক বার মুখ খুলেছেন মমতা এবং তৃণমূল নেতৃত্ব। মুখে 'বেটি বাঁচাও' বললেও, আসলে মণিপুরের মেয়েদের নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারে ভাবিত নয় বলে অভিযোগ করেন তিনি। অনুমতি পেলে মণিপুর যেতে চান বলেও জানিয়েছেন। তাই বিধানসভাতেও মণিপুর প্রসঙ্গ তুলে ধরা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।