কলকাতা: কোনও রকম রাখঢাক না করেই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার দিকে আঙুল তুলেছিলেন (Calcutta High Court)। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বিজেপি-তে তাঁর অনুগামীদের প্রতি আদালতের আচরণ পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছিলেন প্রকাশ্যে। সেই নিয়ে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু। অভিষেক 'চোর' বলেই আদালত রক্ষকবচ তুলে নিয়েছে বলে মন্তব্য করলেন।
শুক্রবার আহত তৃণমূলকর্মীদের দেখতে গিয়ে SSKM চত্বরে দাঁড়িয়ে আদালতকে নিশানা করেছিলেন অভিষেক। পঞ্চায়েত নির্বাচনে হিংসা, অশান্তি, খুনোখুনির দায় কার্যত আদালতের দিকেই ঠেলেছিলেন তিনি। বিচারপতিদের একাংশ বিজেপি নেতাদের রক্ষা না করলে, রাজ্যের হাত বেঁধে না রাখলে ব্যবস্থা নেওয়া যেত বলে দাবি করেছিলেন। সেই নিয়ে বিতর্ক হতে সময় লাগেনি।
সেই আবহে এবার মুখ খুললেন শুভেন্দু। শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেককে কটাক্ষ করলেন তিনি। এদিন শুভেন্দু বলেন, "আপনারা মিথ্যা মামলা করেছিলেন বলেই আদালত রক্ষাকবচ দিয়েছে (আমাদের)। আপনি চুরি করেছেন, তাই রক্ষাকবচ তুলে নিয়েছে। আপনি একটা চোর। কুন্তলের সৃষ্টি আপনি করেছেন, সায়নীর সৃষ্টি আপনার হাত দিয়ে, ভায়া কুন্তল। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি আপনি করেছেন।"
আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু। বলেন, "কালীঘাটের কাকু আপনার লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর। আপনার মা, বাবা, স্ত্রী সংস্থার ডিরেক্টর। তার এমডি জেলের ভিতরে। আপনি চোর বলে নিরাপত্তা তুলে নিয়েছে আদালত। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিলেন বলে রক্ষাকবচ দিয়েছে।"
পঞ্চায়েত নির্বাচনে হিংসা, অশান্তি, খুনোখুনি নিয়ে তরজার মধ্যেই গতকাল আদালতকে নিশানা করেন অভিষেক। বলেন, "পুলিশ ব্যবস্থা নেবে কী করে? অত্যন্ত দুঃখজনক বিষয় হল, হাইকোর্ট এদের নিরাপত্তা দিয়ে রেখে দিয়েছে। আমি বার বার বলেছি, বিচারব্যবস্থার একাংশ যেভাবে বিজেপি-কে মদত দিচ্ছে, গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ হচ্ছে বিচারব্যবস্থা, চতুর্থ সংবাদমাধ্যম। এই দুই স্তম্ভকে ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে চলেছে বিজেপি।"
শুভেন্দুর প্রসঙ্গে অভিষেক বলেন, "হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এমন রায় দিচ্ছেন যে, শুভেন্দু যদি আগামী দিনেও কোনও অপকর্ম করেন, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না, দায়ের করা যাবে না FIR. বিচারপতি রাজাশেখর মান্থাই বিজেপি-র গুন্ডাবাহিনীকে প্রোটেকশন দিয়ে রেখেছেন।"
অভিষেকের এই মন্তব্যে এই মুহূর্তে উত্তাল বঙ্গ রাজনীতি। আদালত অবমাননার অভিযোগও উঠছে তাঁর বিরুদ্ধে। সেই নিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আদালত এবং সংবিধান অবমাননায় অভিষেকের সাংসদপদ খারিজ হওয়ার দাবি জানিয়েছেন। সেই আবহেই অভিষেকের মন্তব্যে নিজের প্রতিক্রিয়া জানালেন শুভেন্দু।