কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে লজ্জায় পড়তে হয়েছে বলে স্বীকার করে নিলেও, গরুপাচার মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) নিয়ে কড়া অবস্থান নেয়নি তৃণমূল (TMC)। বরং অনুব্রতর গ্রেফতারিতে সিবিআই (CBI) এবং কেন্দ্রীয় সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পথে নেমেছে তারা। তবে কোনো রাখঢাক না করেই রবিবার স্নেহধন্য ‘কেষ্ট’র পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee)। তার পাল্টা তাঁকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি-র (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। 


গরুপাচার মামলায় অনুব্রতর পাশে দাঁড়ালেন মমতা


এ দিন প্রকাশ্য সভা থেকে অনুব্রতর পাশে থাকার বার্তা দেন মমতা। সরা সরি প্রশ্ন তোলেন তিনি, অনুব্রতকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।’’ শুধু তাই নয়, মমতা আরও বলেন, ‘‘কেষ্টরা ভয় পাবে না। একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে, এটা বিজেপি জেনে রেখো। কেষ্টরা এজেন্সির ভয় পাবে না।’’ (Cattle Smulling Case)


মমতার এই মন্তব্য নিয়েই কটাক্ষ ছুড়ে দিয়েছেন সুকান্ত। ফোনে এবিপি আনন্দকে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। আমরা জানি, তৃণমূলে এমন হাজার হাজার কেষ্ট রয়েছে,যারা চুরি করে, গরুপাচার করে, কয়লা পাচার করে, কয়লা বিক্রি করে বড়লোক হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন যে সাজানো বাগান নষ্ট হতে বসেছে। গরুর টাকা নিয়ে কেষ্ট যদি মুখ খুলে দেয় যে, সেই টাকা কোথায় পাঠাত! স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। তাই কেষ্টর পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। কিন্তু বাঁচাতে পারবেন না। চোরের মায়ের বড় গলা জানতাম। এখন চোরের দিদিরও বড় গলা হয় দেখতে পাচ্ছি।’’ 


আরও পড়ুন: Mamata Banerjee: ‘আমি বোকা লোক, আর তুমি হবে ভাল, বিএসএফ কার হাতে’! গরুপাচার নিয়ে শামমতার নিশানায় শাহ



নাম না করে এ দিন প্রকাশ্য সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন মমতা। বলেন, "মায়ের মতো আশ্রয় দিয়েছিলাম, সেই গদ্দার এখন শুধু হুমকি দিচ্ছে। বলছে, এই তো দিল্লি গিয়ে ৫০ জনের নাম দিয়ে এসেছি। হুমকি দিয়ে বলছে, একে গ্রেফতার কর, ওকে গ্রেফতার কর। এত বাড় বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে।"


অনুব্রতর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলায় মমতাকে কটাক্ষ সুকান্তর


শুভেন্দুর প্রতি মমতার এই ঝাঁঝালো আক্রমণেরও জবাব দেন সুকান্ত। তাঁর কথায়, ‘‘চুরি করলে জেলে যেতেই হবে। সে যেি চুরি করুন না কেন। মাননীয়া মুখ্যমন্ত্রীর রাগ করার কোনও কারণ নেই। উনিও তো কংগ্রেস ভেঙে বেরিয়ে তৃণমূল তৈরি করেছিলেন! শুভেন্দুও তেমনই তৃণমূল ছেড়ে বিজেপি-তে এসেছেন। তাঁর কাজটা ভাল, আর শুভেন্দুরটা খারাপ, এটা যুক্তিযুক্ত নয়। রাগ কের লাভ নেই। তৃণমূলে যারা চুরে করেছে, প্রত্যেক চোরকে জেলে যেতে হবে। যেই চুরি করুক না কেন, মোদিজির রাজত্বে কারও নিস্তার নেই।’’