রুমা পাল, কলকাতা: যে ৬ কেন্দ্রে ১৩ নভেম্বর সেখানে বাংলা আবাস যোজনার সমীক্ষা স্থগিত রাখার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি চালু থাকাকালীন ৬ বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা যাবে না, নির্দেশ কমিশনের। এদিকে, উপনির্বাচনে রাজ্য়ে আসছে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 


১৩ই নভেম্বর রাজ্যে ৬ টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। ভোট ঘোষণার দিন, অর্থাৎ ১৫ ই অক্টোবর থেকেই ওই এলাকাগুলিতে চালু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি। এই পরিস্থিতিতে এই ৬টি বিধানসভা কেন্দ্রে 'বাংলা আবাস যোজনা'র সমীক্ষা স্থগিত রাখার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি চলাকালীন, বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা যাবে না। ১৩ নভেম্বর ভোট রয়েছে উত্তর ২৪ পরগনার নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট, এবং কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে।

সমীক্ষা স্থগিত রাখার বিজ্ঞপ্তি: নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় শুধুমাত্র ভোটমুখী নির্দিষ্ট বিধানসভা কেন্দ্র নয়, গোটা জেলাতেই স্থগিত থাকবে আবাস যোজনার সার্ভের কাজ। অন্যদিকে, জলপাইগুড়ি জেলার মধ্যে থাকা মাদারিহাট বিধানসভা কেন্দ্রের নির্দিষ্ট অংশ, উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্র, এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে শুধুমাত্র বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সুনির্দিষ্ট এলাকার ক্ষেত্রেই একমাত্র জারি থাকবে এই নিয়ম। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে যে বিধানসভা কেন্দ্র বা জেলার কথা উল্লেখ করা হয়েছে, সেগুলি বাদ দিয়ে গোটা রাজ্যেই চলতে পারে আবাস যোজনার সমীক্ষার কাজ। এই মর্মেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কমিশনের তরফে।

এদিকে আবাস যোজনার তালিকা তৈরিতে দুর্নীতির অভিযোগ তুলে সোমবার বীরভূমে সমীক্ষকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পাড়ুইয়ের মঙ্গলডিহি গ্রাম পঞ্চায়েতের সামনেও চলে বিক্ষোভ। একইভাবে, মালদায়ও আবাস যোজনার সমীক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে সেই বিক্ষোভে সামিল হন স্থানীয় তৃণমূল নেতাও। তৃণমূল নেতা ও স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী ফিরোজ হোসেন বলেন, "যাদের নাম সেন্ট্রাল এনকোয়ারি টিম লিস্ট করেছিল তাদের প্রত্যেককে ঘর দিতে হবে।''

এদিকে আসন্ন বিধানসভা উপনির্বাচনে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। সিতাইয়ে ১৬ কোম্পানি, মাদারিহাটে ১৪ কোম্পানি, নৈহাটিতে ১০ কোম্পানি, হাড়োয়ায় ১৫ কোম্পানি, মেদিনীপুরে ১৬ কোম্পানি ও তালড্যাংরায় ১৮ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে উপনির্বাচনে মোতায়েন থাকবে পর্যাপ্ত সশস্ত্র পুলিশও।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: State Task Force: জুনিয়র চিকিৎসকদের দাবিকে মান্যতা, টাস্ক ফোর্স গঠনের বিজ্ঞপ্তি জারি, কী হবে কাজ?