মনোজ বন্দ্যোপাধ্যায়, আসানসোল: আসানসোল পুরসভার (Asansol By Election Result 2022) ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল (Trinamool) প্রার্থী বিধান উপাধ্যায়। প্রায় সাড়ে ৫ হাজার ভোটে জয়ী হয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে সিপিএম (CPIM) প্রার্থী শুভাশিস মণ্ডল। তৃতীয় স্থানে বিজেপি, চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস। ৭ রাউন্ড গণনা হয়। বিধান উপাধ্যায়কে আসানসোলের মেয়র করা হলেও তিনি পুরভোটে লড়েননি। তাই বিধান উপাধ্যায়কে (Bidhan Updhyay) জিতিয়ে আনার জন্য দলের নির্দেশে ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় বন্দ্যোপাধ্যায় (Sanjay Banerjee) পদত্যাগ করেন। সেই কারণেই উপনির্বাচন হয়। 


আসানসোলে উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল: দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য-রাজনীতি। এই পরিস্থিতিতে আসানসোল পুরসভার উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী। চলতি বছর ফেব্রুয়ারি মাসে রাজ্যের ৪ পুরসভায় নির্বাচন হয়। চার পুরভোটে তৃণমূলের বিপুল জয়ের পর, মেয়র কে হবেন? তা নিয়েই শুরু হয় জল্পনা। আসানসোলের মেয়র করা হয়  বারাবনির বিধায়ক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায়কে। এবার তিনি পুরভোটে (Asansol By Election Result 2022) লড়েননি। ৬ মাসের মধ্যে আসানসোল পুরসভার কোনও ওয়ার্ড থেকে জিতে আসতে হত তাঁকে। সেই অনুযায়ী, আসানসোল পুরসভার (Asansol By Election Result 2022) ৬ নম্বর ওয়ার্ডের তাঁকে প্রার্থী করে তৃণমূল। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় বন্দ্যোপাধ্যায় (Sanjay Banerjee) দলের নির্দেশে পদত্যাগ করেন। এদিন বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল। 


উপনির্বাচনে অশান্তি: রবিবার আসানসোল পুরসভার একটি মাত্র ওয়ার্ডে উপনির্বাচন হয়। জামুড়িয়ার মণ্ডলপুরে ৮২ নম্বর বুথে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে  তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে শাসকদল। আসানসোলে ২ নম্বর জাতীয় সড়কের পাশে জে কে নগর মোড়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইকে বাধা পুলিশের। বিজেপি বিধায়কের অভিযোগ, জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংকে ঢুকতে দিলেও তাঁকে আটকাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে হাজির বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি বেধে যায়।


বনগাঁয় জয়ী তৃণমূল: পার্থ-অনুব্রত কাণ্ডের মধ্যেই উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী। শাসকদলের প্রার্থী পাপাই রাহা জয়ী হয়েছেন ২ হাজার ১১৮ ভোটের ব্যবধানে। দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী অরূপকুমার পাল। তিনি পেয়েছেন ৭২৪টি ভোট। তৃতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী ধৃতিমান পাল পেয়েছেন ৩৩২টি ভোট।কংগ্রেস প্রার্থী প্রভাস পাল পেয়েছেন ৫২টি ভোট। বনগাঁর মহকুমা শাসকের দফতরের ইভিএমের ওয়্যারহাইসে গণনা হয়। পুরভোটের পরপরই ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দিলীপ দাসের মৃত্যুতে ওই ওয়ার্ডে উপনির্বাচন হয়।  


আরও পড়ুন: Bangaon Bypolls: পার্থ-কেষ্টকে নিয়ে অস্বস্তি, রেশ পড়ল না পৌর নির্বাচনে, বনগাঁয় সহজ জয় তৃণমূলের