রুমা পাল, আসানসোল: আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে চমক দিয়েছে তৃণমূল (Trinamool Congress)। এবার কি প্রচারেও চমক রয়েছে? তৃণমূল প্রার্থী বাবা শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) প্রচারে দেখা যাবে বলিউড অভিনেত্রী মেয়ে সোনাক্ষী সিনহাকে (Sonakshi Sinha)? সেই জল্পনাই এখনও তুঙ্গে।
এর আগে বাবার হয়ে ভোটপ্রচারে নেমেছেন বলিউড অভিনেত্রী। রোড শো-তেও সামিল হয়েছেন তিনি। তবে বঙ্গের ভোটে এই প্রথমবার প্রার্থী শত্রুঘ্ন (Shatrughan Sinha)।
হেভিওয়েট প্রার্থীর প্রচারে মেয়েকেও দেখা যাবে কি না তা নিয়েই এখন তুঙ্গে জল্পনা। এদিন মনোনয়ন পেশ করেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। মনোনয়ন পেশ পর্বে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী পুনম সিনহা। বেরিয়ে আসার পর এবিপি আনন্দর তরফে পুনম সিনহাকে জিজ্ঞেস করা হয়, শত্রুঘ্ন সিনহার হয়ে কি প্রচারে আসছেন সোনাক্ষী (Sonakshi Sinha)?
হাসতে হাসতে পুনম সিনহা (Punam Sinha) জানান,"মেয়ে এই মুহূর্তে ব্যস্ত।'' পেশাগত কারণে মেয়ের ব্যস্ততার কথা জানালেও মায়ের মুখের হাসি উড়িয়ে দিচ্ছে না যাবতীয় সম্ভাবনা। ব্যস্ততা কাটিয়ে প্রচারে দেখা যেতে পারে কি সোনাক্ষীকে? এর আগে আসানসোলের (Asansol) তৃণমূল প্রার্থী (TMC Candidate) শত্রুঘ্ন সিনহাও জানিয়েছিলেন, নিজের কাজে ব্যস্ত মেয়ে। তাহলে প্রচার পর্বে কি আদৌ দেখা যাবে বলি অভিনেত্রীকে? উত্তর দেবে সময়।
আজ মনোনয়নপত্র পেশ করলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। অন্যদিকে মন্দিরে মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এরই মধ্যে লোকসভা উপনির্বাচনে ফের সামনে চলে এল বহিরাগত তত্ত্ব। যা নিয়ে একে অন্যকে তীব্র আক্রমণ সানালো তৃণমূল ও বিজেপি।
গত বিধানসভা নির্বাচনে প্রচার করতে ভিন রাজ্য থেকে প্রায় প্রতিদিনই বাংলায় আসতেন ভিন রাজ্যের বিজেপি নেতারা। যা নিয়ে বহিরাগত তত্ত্বে বিজেপিকে তীব্র আক্রমণ করেছিল তৃণমূল। আবার ত্রিপুরায় বাংলার তৃণমূল নেতারা। যখন দফায় দফায় আগরতলায় প্রচারে গেছেন। তখন বহিরাগত তত্ত্বে পাল্টা তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। এবার আসানসোলে লোকসভা উপনির্বাচনেও সামনে চলে এসেছে সেই বহিরাগত তত্ত্ব!