ব্রতদীপ ভট্টাচার্য কলকাতা: বালিগঞ্জ (Ballygunge) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে (WB By Poll 2022) বুধবারই প্রার্থীর নাম ঘোষণা করেছে সিপিআইএম (CPIM)। আর প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই প্রচারে নামলেন সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম (Saira Shah Halim)। প্রচারে নেমে দৃপ্ত কণ্ঠে জানিয়ে দিলেন মানুষ তাদের পক্ষেই ভোট দেবেন। এদিন তিনি বলেন, “কে হেভিওয়েট, কে লাইটওয়েট জানি না, আমাদের আদর্শ হেভিওয়েট তাই মানুষের আমাদের পক্ষেই ভোট দেবেন।‘’
CAA-NRC বিরোধী আন্দোলনে সামিল হয়েছেন সায়রা শাহ হালিম (Saira Shah Halim)। স্বামী ফুয়াদ হালিমের (Fuad Halim) হয়ে প্রচারে নামতেও দেখা গিয়েছে তাঁকে। রাজনৈতিক পরিবারের সদস্য সায়রা এই প্রথমবার সরাসরি ভোটের ময়দানে। তাঁর কথায়, “লড়াই অবশ্যই চ্যালেঞ্জিং। কিন্তু আমি জেতার জন্য ভোটে লড়াই করছি। সমাজের খেটে খাওয়া মানুষের জন্য আমরা লড়াই করি। এটাই আমাদের আদর্শ। আগামীদিনে বেকারত্ব দূর করা, সবার উন্নতি, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি দিকে আমাদের নজর থাকবে। প্রচারেও তাই তুলে ধরছি। কোন রাজনৈতিক দল আমার উল্টোদিকে রয়েছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমার নিজের উপর, দলের উপর এবং দলের কর্মীদের উপর বিশ্বাস রয়েছে।‘’ লোকসভা, বিধানসভা হোক বা পুরসভা, সারা রাজ্যে বামেদের ভোটের হার তলানিতে এসে ঠেকেছে। কার্যত ভারডুবি হয়েছে বামেদের। কেন মনে হচ্ছে এই কেন্দ্রে ঘুরে দাঁড়াতে পারবে সিপিআইএম? প্রশ্নের উত্তরে সায়রা বলেন, “এখানে বিভিন্ন ধরনের মানুষ বাস করেন। উচ্চবিত্ত যেমন রয়েছেন, তেমনই মধ্যবিত্ত, নিম্নবিত্তের মানুষেরও বাস। আমরা সবাইকে নিয়ে চলতে চাই। বেকারত্ব দূর করা থেকে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি সবার জন্য করতে চাই আমরা।‘’
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। গতকালই ২ কেন্দ্রে উপনির্বাচনে (By Election) প্রার্থী ঘোষণা করেছে বামেরা (Left Front Candidate)। আসানসোল লোকসভা আসনের (Asansol Loksabha Seat) উপনির্বাচনে সিপিএম প্রার্থী (CPM Candidate) হচ্ছেন পার্থ মুখোপাধ্যায় (Partha Mukherjee)। পশ্চিম বর্ধমান সিপিএমের জেলা কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়।
আরও পড়ুন: Red Volunteers: রেড ভলান্টিয়ারদের দলে টানতে রাজ্য সম্মেলনে বার্তা কারাটের