ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলের হয়ে প্রথমবার ভোটের ময়দানে বাবুল সুপ্রিয় (babul Supriyo)। কখনও গাইলেন গান, কখনও আবার শিঙ্গাড়া, খাস্তা কচুরি দিয়ে সারলেন জলযোগ। দিনভর খোশমেজাজে দেখা গেল বালিগঞ্জের (Ballygunge) তৃণমূল প্রার্থীকে।


শেষ-চৈত্রেই তাপদাহ। বাইরে বেরোলে হাঁসফাস অবস্থা৷ তারওপর, দলবদলের পর প্রথমবার ভোটের ময়দানে। কিন্তু, মঙ্গলবার সকাল থেকে এসব কিছুই বিন্দুমাত্র ছাপ ফেলেনি বালিগঞ্জের (Ballygunge) তৃণমূল প্রার্থীর হাবেভাবে। কখনও নিজেই গাড়ি চালিয়ে ঘুরলেন বুথে বুথে। কখনও গাইলেন মান্না দে’র (Manna Dey) গান। কখনও আবার চা, শিঙ্গাড়া, খাস্তা কচুরি দিয়ে সারলেন জলযোগ। হঠাৎ প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরীর সঙ্গে দেখা হতেই বাড়িয়ে দিলেন হাত। দু’জনেই দু’জনকে বললেন "All the best.'' 


৯ মাস আগেই টালিগঞ্জ (Tollygunge) বিধানসভা কেন্দ্র থেকে লড়ে হারতে হয়েছিল। এবার বালিগঞ্জে তৃণমূলের হয়ে লড়াই বাবুলের (Babul Supriyo)। এবিষয়ে বালিগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, “মন্ত্রী থাকাকালীনও টালিগঞ্জ থেকে লড়েছি। আমি কি জানতাম না অরূপ বিশ্বাসকে হারানো মুশকিলই না নামুমকিন, তবু লড়াই করেছি। তৃণমূলের হয়ে ১০ গোল দেব।’’


এতদিন তাঁকে কেন্দ্র করে ঘুরতে থাকা ঝালমুড়ি বিতর্কের প্রসঙ্গ এদিন শোনা গেল খোদ বাবুলের মুখেই। বললেন, "ঝালমুড়ির জন্যই ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ দ্রুত শেষ হল। এবিষয়ে বাবুল বলেন, ঝালমুড়ি কাণ্ড নিয়ে কথা হয়েছে। ইস্টওয়েস্ট মেট্রোর পিছনে অবদান। ঝালমুড়ি না হলে হত না।'' শনিবার বালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের ফল (WB By Poll 2022) ঘোষণা।


এদিকে শারীরিক অসুস্থতার জন্য এই নিয়ে চারবার ভোট দিতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য। মেয়ে সুচেতনাকে নিয়ে পাঠভবন স্কুলের বুথে ভোট দিলেন বুদ্ধজায়া মীরা ভট্টাচার্য। ভোট না দেওয়ার আক্ষেপ রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর, জানালেন কন্যা সুচেতনা। একসময় মুখ্যমন্ত্রী ছিলেন, ভোট না দেওয়ার আক্ষেপ তো থাকবেই, মন্তব্য বুদ্ধদেব ভট্টাচার্যর আবাসনেরই বাসিন্দা কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যর।