মুম্বই: ১৯৪৮ সালের ৯ এপ্রিল জব্বলপুরে জন্ম হয় জয়া ভাদুড়ির (Jaya Bhaduri)। বাংলা এবং হিন্দি ছবির জগতে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলা অভিনেত্রী পরবর্তীকালে রাজনীতির ময়দানেও আসেন। সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার সাংসদ হন তিনি। বহু সময় তাঁকে বিভিন্ন বিষয়ে বলিষ্ঠ মতামত দিতে দেখা গিয়েছে। বাংলা এবং বহু হিন্দি ছবিতে অভিনয় করে অভিনয় জগতের উল্লেখযোগ্য নাম জয়া ভাদুড়ি। ১৯৭৩ সালে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে বিয়ে করে তিনি ভাদুড়ি থেকে বচ্চন হন। 


পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেন জয়া বচ্চন (Jaya Bachchan)। পান স্বর্ণপদকও। তাঁর সময়ে তিনি সেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন বহু বার। সত্যজিৎ রায়ের 'মহানগর' ছবি দিয়ে বলিউডে পা রাখেন জয়া বচ্চন। যদিও ঋষিকেশ মুখোপাধ্যায়ের ছবি 'গুড্ডি' দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন। জয়া বচ্চনের ছবির তালিকায় যদি চোখ রাখা যায়, তাহলে দেখা একের পর এক প্রশংসিত ছবি দেখতে পাওয়া যাবে। 'শোলে', 'কোরা কাগজ', 'অভিমান', 'অন্নদাতা', ''চুপকে চুপকে'', 'উপহার' এবং আরও অনেক অনেক ছবিতে অভিনয় করে দর্শকের মনের মণিকোঠায় রয়েছেন তিনি। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে আজও আলোচনা হয় নানা মহলে। তাঁকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আজ জন্মদিনে (Happy Birthday Jaya Bachchan) জেনে নেওয়া যাক জয়া বচ্চনের সম্পত্তির পরিমাণ কত।


জয়া বচ্চনের সম্পত্তির পরিমাণ-


সংবাদমাধ্যমের বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, রাজ্যসভার নির্বাচনের সময় তিনি যে হলফনামা জমা দেন, সেই অনুযায়ী জানা যায়, অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের যৌথভাবে সম্পত্তির মোট পরিমাণ ১০.০১ বিলিয়ন। যদিও সেই হলফনামায় উল্লেখ করা হয়েছে যে, তাঁদের ৮৮ কোটি টাকার মতো ঋণও রয়েছে। বিভিন্ন সূত্রে খবর, জয়া বচ্চনের এবার সম্পত্তির মোট পরিমান ৬৮ কোটি টাকার মতো। এছড়াও ২৬ কোটি টাকার মতো তাঁর গহনা রয়েছে।


আরও পড়ুন - Ranbir Kapoor Alia Bhatt Wedding: রণবীরের সঙ্গে বিয়ের খবরে সিলমোহর আলিয়ার দাদার, জানা গেল বিয়ের তারিখ


বেশ কিছু পুরনো তথ্য অনুযায়ী জানা যায়, জয়া বচ্চন দুবাইয়ের ব্যাঙ্কে ৬ কোটি ৬০ লক্ষ টাকা জমা রেখেছেন। এবং ভোপাল ও লখনউয়ে ৩৭ কোটি টাকার কৃষিজমিও রয়েছে। যদিও এই সমস্ত তথ্য বেশ কয়েক বছর আগের। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ আরও বেড়েছে।