কলকাতা: আজ মোট ৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ (Election)। এর মধ্যে দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে। এই ৪টি ওয়ার্ডে নির্বাচন স্থগিত হয়ে যায়। ঝালদার ২ নম্বর ওয়ার্ডে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ও পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ায়, এই ২টি ওয়ার্ডে উপ নির্বাচন হচ্ছে। ঝালদায় এবার তপনের ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাঁরই আরেক ভাইপো মিঠুন কান্দু। তাঁকে সমর্থন করেছে ফরওয়ার্ড ব্লক। তৃণমূলের (TMC) হয়ে লড়বেন জগন্নাথ রজক। এই ওয়ার্ডে বিজেপির প্রার্থী পরেশচন্দ্র দাস। পানিহাটিতে  (Panihati) তৃণমূলের (TMC) টিকিটে লড়ছেন নিহত কাউন্সিলর অনুপম দত্তর স্ত্রী মীনাক্ষী দত্ত।


আজ পুরুলিয়ার ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ওয়ার্ডে উপনির্বাচন। একটি ওয়ার্ডে ভোটের জন্য পুলিশে ছয়লাপ ঝালদা।  সূত্রের খবর, ২ নম্বর ওয়ার্ডে ভোটের আগে ছুটিতে পাঠানো হয়েছে ঝালদা থানার আইসিকে। সাড়ে তিন মাস আগে, সঙ্গীদের সঙ্গে হাঁটতে বেরিয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। সেই ঘটনার জেরে রবিবার পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন। মাস তিনক আগের পুরভোটে, কংগ্রেস প্রার্থী তপন কান্দু ১২৭ ভোটে হারান তৃণমূল প্রার্থী, সম্পর্কে তাঁর ভাইপো দীপক কান্দুকে। আর এবার তপনের ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাঁরই আরেক ভাইপো মিঠুন কান্দু। তাঁকে সমর্থন করেছে ফরওয়ার্ড ব্লক। তৃণমূলের হয়ে লড়বেন জগন্নাথ রজক। এই ওয়ার্ডে বিজেপির প্রার্থী পরেশচন্দ্র দাস। 


জিটিএ নির্বাচন: অন্যদিকে, এক দশক পর, আজ পাহাড়জুড়ে ভোট। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র ৪৫টি আসনে নির্বাচন। মোট বুথ ৯২২টি। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৫। জিটিএ নির্বাচনে (GTA Election) মোট ২৭৭ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৭ লক্ষ ৩২৬ জন ভোটার। নিরাপত্তার দায়িত্বে সাড়ে ৩ হাজার পুলিশ কর্মী।


জিটিএ-র ৪৫টির মধ্যে দার্জিলিঙে ১৬, কালিম্পঙে ১৩, কার্সিয়ঙে ১৩ ও মিরিকে ৩টি আসন। ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল (TMC)। সিপিএম (CPM) ১২ ও কংগ্রেস ৫টি আসনে লড়ছে। দার্জিলিং সদর আসনে লড়ছেন হামরো পার্টির অজয় এডওয়ার্ড। ডালি আসনে তৃণমূলের প্রার্থী বিনয় তামাং। সিটং ও দার্জিলিং, এই ২টি আসনে লড়ছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার অনীত থাপা।জিটিএ নির্বাচনের বিরোধিতা করে, ভোটে লড়ছে না গোর্খা জনমুক্তি মোর্চা, জিএনএলএফ, বিজেপি, গোর্খা লিগ। 


আরও পড়ুন: Nuprur Sharma: নারকেলডাঙার পর আমহার্স্ট স্ট্রিট থানা, গরহাজির নূপুর