জয়নগর: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ঘিরে সাজ সাজ রব উত্তরপ্রদেশে। লোকসভা নির্বাচনের আগে সেই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি-ও। সেই আবহে রামমন্দির নিয়ে ফের মুখ খুললেম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠােন যাবেন কিনা, বেশ কিছু দিন ধরেই সেই নিয়ে জল্পনা চলছে। সেই আবহে নিজের অবস্থান স্পষ্ট জানিয়ে দিলেন মমতা। (Mamata Banerjee)
মঙ্গলবার জয়নগরে প্রশাসনিক সভায় অংশ নেন মমতা। সেখানেই রামমন্দির নিয়ে মুখ খোলেন তিনি। মমতা এদিন বলেন, "রামমন্দির নিয়ে আমার বক্তব্য জানতে চাইছিল গতকাল। আর কোনও কাজ নেই যেন! ধর্ম যার যার নিজের। উৎসব সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি, যে উৎসব সবাইকে নিয়ে চলে, সকলের কথা বলে, একর কথা বলে। আপনারা করছেন করুন না! কে আপত্তি করছে? কোর্টের আওতায় করছেন, নির্বাচনের আগে গিমিক শো করবেন বলে।" (Mamata on Ram Temple)
রামমন্দির নিয়ে মমতা আরও বলেন, "আমার কোনও আপত্তি নেই তো! তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা কাজ নয়। তৃণমূলের সরকার যত দিন থাকবে, আমি শপথ করে যাচ্ছি, আমি কোনও দিন হিন্দু-মুসলমান, শিখ-খ্রিস্টান, তফসিলি-আদিবাসীদের মধ্যে ভাগ করতে দেব না। NRC-র সময় আন্দোলন করেছিলাম। আন্দোলন করেছিলাম CAA নিয়েও।"
ধর্মস্থান নিয়েও বিজেপি বাংলাকে বঞ্চিত করা হয় বলে এদিন অভিযোগ করেন মমতা। তিনি বলেন, "গঙ্গাসাগরে কত তীর্থযাত্রী আসেন। কোটি কোটি টাকা খরচ হয়, সবটা করে রাজ্য সরকার। কুম্ভমেলায় তোমরা টাকা দাও। আর গঙ্গাসাগরের বেলায় কাঁচকলা। কিচ্ছু দাও না। শুধু বড় বড় কথা বল। ফুরফুরা শরিফ বলুন, মতুয়া ঠাকুর, দুর্গা বলুন, কালী বলুন, জগনন্নাথ বলুন, আমাদের সব আছে। বাংলার মাটি আমাদের গর্ব। ওরা বিভেদের স্লোগান দেয়। আমরা স্লোগান দিই ঐক্যের। আমাদের স্লোগান জয় বাংলা। বাংলা আমার গর্ব। বাংলার মাটি খাঁটি সোনা। এই মাটি আমরা ছাড়ছি না। লড়াই চলবে। লড়ে যাব। বিজেপি-র কাছে আত্মসমর্পণ করব না।"
বিজেপি বাংলায় ভেদাভেদ ঘটানোর চেষ্টা চালায় বলেও অভিযোগ করেন মমতা। তাঁর দাবি, নির্বাচনের সময় এরা শুরু ভোট করতে আসে। ধর্মে ধর্মে ভেদাভেদ করতে আসে বাংলায়। তার পর বাংলাকে আর প্রাপ্য টাকা দেয় না। মমতা জানান, বাংলার মাটি শান্তির, ঐক্যের। এখানে ভেদাভেদ ঘটাতে দেবেন না তিনি। সাধু-সন্ন্যাসীরা গেরুয়া পরেন, তাঁদের সম্মান করেন তাঁরা। কিন্তু বিজেপি-র রাজনৈতিক প্রতীক কোথাও বসাবেন না তিনি।