জয়নগর: প্রশাসনিক সভা থেকে কেন্দ্রকে ফের আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তিনি। জানালেন, নির্বাচনের আগে শুধু রাজ্যে এসে ঘোরাঘুরি করেন বিজেপি-র লোকজন, ধর্মে-ধর্মে ভেদাভেদ তৈরির চেষ্টা করেন তাঁরা। আর নির্বাচন মিটে গেলেই বাংলাকে তার প্রাপ্য টাকা থেকে বঞ্চিত করা হয় বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। (Mamata Banerjee)


মঙ্গলবার জয়নগরে প্রশাসনিক সভা করেন মমতা। সেখানেই ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন। এদিন মমতা বলেন, "২০১১ সাল থেকে পঞ্চায়েত এবং পৌর এলাকা মিলিয়ে ৫০ লক্ষ মানুষের বাড়ি তৈরি করে দিয়েছি আমরা। কেন্দ্রের কাছ থেকে শুধুমাত্র গৃহ প্রকল্পেই এখনও পর্যন্ত ২৯ হাজার কোটি টাকা পাই। তাই আবেদন করেও এখনও অনেকে বাড়ি পাননি। এরা নির্বাচনের সময় শুধু ভোট করতে আসে। ধর্মে ধর্মে ভেদাভেদ ঘটাতে আসে এখানে। তার পর বাংলাকে তার প্রাপ্য টাকা দেয় না।" (Mamata Attacks BJP)


মমতা জানান, কেন্দ্র টাকা দেয়নি বলেই বহু মানুষের আবেদন পড়ে রয়েছে। যেদিন টাকা হাতে আসবে, নিশ্চিত ভাবে সব করে দেবেন তিনি। মানুষকে তাঁর উপর ভরসা রাখতে বলেন মমতা। মমতা জানান, তিনি যা বলেন, তা করে দেখান। লক্ষ্মীর ভাণ্ডার, স্মার্ট কার্ড, কৃষকবন্ধু, বিনামূল্যে রেশনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আজও তার সুফল পাচ্ছেন বাংলার মানুষ। মানুষের বিপদে আপদে সবসময় তাঁকে পাশে পাওয়া যাবে। 


আরও পড়ুন: Mamata Banerjee: জেলে ফিরতে হবে বিলকিসের ধর্ষকদের, মামলাকারী মহুয়ার ভূয়সী প্রশংসা মমতার


এদিন মমতা বলেন, "তৃণমূলের সরকার যত দিন থাকবে, শপথ করে যাচ্ছি, আমি কোনও দিন হিন্দু-মুসলমান, শিখ-খ্রিস্টান, তফসিলি-আদিবাসীদের ভাগ করতে দেব না। NRC-র সময় আন্দোলন করেছিলেম। CAA নিয়েও আন্দোলন করেছিলাম। এখনও বলছি, অনেক অত্যাচার হচ্ছে। আজকের ভারত এজেন্সির সরকার।"


বকেয়া টাকা নিয়ে এদিন বারং বার কেন্দ্রকে তুলোধনা করে মমতা। বলেন, "গত দু'বছরে কেন্দ্র থেকে ৭৬টি দল এসেছে। তার পরও টাকা দিচ্ছে না। সম্প্রতি বাংলার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করি। উনি বললেন, আমাদের এবং ওঁদের অফিসাররা বসে মীমাংসা করবেন বিষয়টির। এই টাকা কার? কেন্দ্রের টাকা নয়। এখান থেকে তুলে নিয়ে যাওয়া টাকারই ভাগ দেয়। আমাদের রাজ্যের সব টাকা তুলে নিয়ে গিয়ে তার ভাগ দেয়, অর্থাৎ আমাদের চাকা। আমাদের টাকা আমাদের দেবে না কেন? ১০০ দিনের কাজে গরিব মানুষকে টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, বাড়ি তৈরির টাকা দেয় না। লজ্জা করে না?"


এক টাকার প্রকল্প দিয়ে সবেতে বিজেপি-র প্রতীক লাগাতে বলা হয় বলেও এদিন অভিযোগ করেন মমতা। তিনি প্রশ্ন তোলেন, সব কিছুতে বিজেপি-র রং হতে হবে কেন? ভারত সরকার বা বাংলার সরকারে প্রতীক তিনি ব্যবহার করতে বাধ্য, কিন্তু কোনও রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের কোনও বাধ্যবাধকতা নেই তাঁর। বিজেপি মিথ্যে প্রচার এবং কুৎসা চালিয়ে যাচ্ছে বলেও এদিন অভিযোগ করেন মমতা। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বর্তমানে এজেন্সির সরকার হয়ে রয়ে গিয়েছে বলেও এদিন দাবি করেন তিনি।