কলকাতা: এ বছর রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু I কলকাতায় করোনা আক্রান্তের মৃত্যু I রাজ্যে এক দিনে নতুন করে করোনা আক্রান্ত ৪১ জন I গত চারদিনে রাজ্যে ২৫৬ জন করোনা আক্রান্তর হদিশ I রাজ্যে মোট আক্রান্ত বেড়ে ৩৭২I এই পরিস্থিতিতে সতর্ক থাকতে কী করতে হবে? জানালেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।
উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1 বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওমিক্রনের একটি উপপ্রজাতি হল PA.2.86 যা থেকে পরবর্তীকালে JN.1-এর জন্ম হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন এশিয়ার বিভিন্ন জায়গা এবং আমেরিকায় করোনার যে নতুন রূপের সন্ধান মিলেছে সেই NB.1.8.1-র জন্ম হয়েছে JN.1 থেকে। এরইমধ্যে কলকাতায় এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। যা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে শহরবাসীর মনে। এক সপ্তাহ ধরে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৪৩ বছর বয়সি মহিলা। ৫ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণে হিসেবে করোনা সংক্রমণের সঙ্গে কোমর্বিডিটিরও উল্লেখ করা হয়েছে। ডেথ সার্টিফিকেটে বলা হয়েছে হৃদযন্ত্র ও কিডনিতে সমস্যা ছিল মৃত মহিলার, সেপটিক শকে চলে গেছিলেন তিনি। এপ্রসঙ্গে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "যাঁরা সর্দি-কাশি, জ্বরে ভুগছে তাঁদের টেস্ট করা হলে বেশিরভাগেরই পজিটিভ হবে। টেস্ট বাড়লে আক্রান্তের সংখ্যা বাড়বে, এটা নিয়ম। কলকাতায় যাঁরা আক্রান্ত তাঁদের কারও অবস্থায় সঙ্কটজনক নয়। ৩ শতাংশ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁরা মূলত বয়স্ক মানুষ। তাঁরা চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ হয়ে উঠছেন। তিনটে পরামর্শ দেব। সচেতন থাকুন। করোনা নিয়ে এই মুহূর্তে কোনও ভয়ের কারণ নেই। নিজেকে যে কোনও সংক্রমণ থেকে দূরে রাখতে হাত স্যানিটাইজ করুন। মুখে মাস্ক পরুন। ভিড় এড়িয়ে চলুন।''
NB.1.8.1-র সংক্রমণ দ্রুত ছড়াতে পারলেও বাড়াবাড়ি রকমের অসুস্থতা তৈরির ক্ষমতা নেই। নতুন উপপ্রজাতির উপসর্গ হিসেবে দেখা যাচ্ছে সর্দি-কাশি-জ্বর, গলা ব্যথা, গা-হাত-পায়ের পেশিতে ব্যথা। কারও কারও ক্ষেত্রে পেটা ব্যথা বা পেট খারাপ হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর, চিনে প্রথম শনাক্ত হয় করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্ট। সিঙ্গাপুর, হংকং-সহ এশিয়ার দেশগুলির পাশাপাশি, আমেরিকাতেও এর উপস্থিতি চিহ্নিত হয়েছে। ইতিমধ্যেই, এই উপপ্রজাতিকে Variant Under Monitoring অর্থাৎ VAM বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য় সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, নতুুন উপপ্রজাতিকে কোনওভাবেই উপেক্ষা করা যাবে না। সব সময় থাকতে হবে সতর্ক।