কলকাতা: রাজ্যে একদিনে করোনায় (Corona) ২৮৮ জন আক্রান্ত। ২৮৮ জন সংক্রমিতের মধ্যে ১০৮ জনই কলকাতার (Kolkata)। ২৮৮ জন সংক্রমিতের মধ্যে ৬৮ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ২৫ জন করোনা আক্রান্ত। তবে রাজ্যে করোনায় দৈনিক মৃত্যু সংখ্যা শূন্য। এদিকে বাংলায় ওমিক্রনের (Omicron) নতুন প্রজাতির সন্ধান। একজনের নমুনায় ওমিক্রনের নতুন প্রজাতির সন্ধান মিলেছে বলে খবর। যদিও রাজ্য স্বাস্থ্য দফতরের দাবি, এনিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। 


রাজ্যের করোনা আপডেট: রাজ্যে স্বাস্থ্য দফতরের (Department of Health & Family Welfare, West Bengal) শনিবারের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ২১ হাজার ৫৫৫। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ২০৭। মৃত্যু হার ১.০৫ শতাংশ। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬৯ জন। সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। রাজ্যে একদিনে পজিটিভিটি রেট (Positivity Rate) ২.৪২ শতাংশ। 


 





দেশের করোনা আপডেট: এদিকে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার পেরিয়ে গেল করোনা সংক্রমণ। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২১৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৩ জনের। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৮৪৭। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৪। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৮৪০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩২ লক্ষ ৮৩ হাজার ৭৯৩। দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৮ হাজার ১০৮। 


আরও পড়ুন: Booster Dose: করোনার বুস্টার ডোজ নিতে অনীহা কলকাতায়! কারণ অনুসন্ধানে তৎপর পুরসভা