অনির্বাণ বিশ্বাস, কলকাতা: করোনার (Corona) বুস্টার ডোজ (Booster Dose) নিতে অনীহা দেখা যাচ্ছে কলকাতায় (Kolkata)। ২১ মার্চ পর্যন্ত বুস্টার টিকা নিয়েছেন ৪ লক্ষের সামান্য বেশি! কলকাতা পুরসভার (KMC) মাসিক অধিবেশনে তথ্য প্রকাশ করে জানালেন ডেপুটি মেয়র। ষাটোর্ধ্বরা কেন বুস্টার নিতে আগ্রহ দেখাচ্ছেন না, পুরসভার তরফে শুরু হয়েছে কারণ অনুসন্ধান।


করোনার বুস্টার ডোজে অনীহা: দেশে ফের উদ্বেগজনক হয়ে উঠছে করোনা পরিস্থিতি। গত মার্চের পর রাজ্যে ফের একশোর গণ্ডি ছাড়িয়েছে দৈনিক করোনা সংক্রমণের হার। স্বাস্থ্য দফতর প্রকাশিত শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোন আক্রান্ত হয়েছেন প্রায় ৩০০ জন। এই পরিস্থিতিতে শহরবাসীর বুস্টার ডোজ নেওয়ার অনীহা নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভা। শনিবার ছিল কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। সেখানে ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ অতীন ঘোষ জানিয়েছেন, বুস্টার ডোজ নিতে শহরবাসীদের অনেকেই অনীহা প্রকাশ করছেন। বয়স্কদের মধ্যে বুস্টার না নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি।


কী বলছে কলকাতা পুরসভা? কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরে মোট বাসিন্দার সংখ্যা যেখানে প্রায় ৪৫ লক্ষ, সেখানে ২১ মার্চ পর্যন্ত বুস্টার টিকা নিয়েছেন ৪ লক্ষের বেশি শহরবাসী। করোনা ভীতি চলে যাওয়া বুস্টারে অনীহার অন্যতম কারণ বলে মনে করছে কলকাতা পুরসভা।  কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ (স্বাস্থ্য বিভাগ) অতীন ঘোষ বলেন, এই প্রবণতা অত্যন্ত মারাত্মক। বড়সড় সমস্যা ডেকে আনতে পারে। বয়স্ক মানুষজন সরাসরি বলে দিচ্ছেন করোনা নেই, তাই বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজন নেই। বুস্টার ডোজ নেওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে যে প্রচার দরকার ছিল প্রশাসনের তরফে, তা পুরোটা করে ওঠা যায়নি। আমরা চাই প্রচারের ক্ষেত্রে আরও জোর দেব।’’


করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও ষাটোর্ধ্বরা কেন বুস্টার নিতে চাইছেন না তার কারণ অনুসন্ধানে তৎপর হয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরের বয়স্কদের নাম, ঠিকানা ও ফোন নম্বর জোগাড় করা হচ্ছে। ফোন করে জানতে চাওয়া হচ্ছে বুস্টার না নিতে চাওয়ার কারণ।  কোথাও আবার বয়স্কদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।


আরও পড়ুন: Bankura News: রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিপত্তি, দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স