কলকাতা: তৃতীয় ঢেউয়ে (Third Wave) রাজ্যে একদিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু (Daily Death)। রাজ্যে একদিনে ২২ হাজার ৬৪৫জন করোনা আক্রান্ত (Daily Corona Case)। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে ৭জনের মৃত্যু, ৬ হাজার ৮৬৭জন আক্রান্ত। উত্তর ২৪ পরগনায় একদিনে ৮জনের মৃত্যু, ৪ হাজার ১৮জন আক্রান্ত। হাওড়ায় একদিনে ১ হাজার ২২৩জন সংক্রমিত, ৩জনের মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ১ হাজার ৫৩৩জন সংক্রমিত, ২জনের মৃত্যু। রাজ্যে করোনায় পজিটিভিটি রেট ৩১ শতাংশ। 


এদিনের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লক্ষ ৬৩ হাজার ৬৯৭ জন। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২০ হাজার ১৩। একদিনে মৃতের হার ১.০৭ শতাংশ। একদিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩ হাজার ৯৩০। গতকাল (১৩ জানুয়ারি) একদিনে রাজ্যে করোনা সংক্রমিত (Corona Affected) হয়েছিলেন ২৩,৪৬৭ জন। সেই সংখ্যাটা গত ২৪ ঘণ্টায় সামান্য কমলেও সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকরা। গতকাল একদিনে মৃতের সংখ্যা ছিল। একদিনে রাজ্যে বাড়ল মৃতের সংখ্যা। যা তৃতীয় ঢেউয়ে সর্বাধিক।  


এদিকে দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দৈনিক আক্রান্তের সংখ্যা এই প্রথম দু লক্ষ ষাট হাজারের গণ্ডি ছাড়াল। গতকালের তুলনায় প্রায় ৭ শতাংশ বেড়েছে সংক্রমণ। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হল ১৪ দশমিক ৭৮ শতাংশ।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ২০২ জন। যা গত ৭ মাসে সর্বাধিক। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৮০। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬৫ লক্ষ ৮২ হাজার ১২৯ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫০ জনের মৃত্যু হয়েছে।  শুক্রবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫৩। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৬৫ জন।


আরও পড়ুন: Health Ministry Advisory: কত দিনের নিভৃতবাস, কখন করোনা পরীক্ষা করানো উচিত, নয়া নির্দেশিকা কেন্দ্রের