কলকাতা: রাজ্যে করোনায় (Corona Case) সামান্য কমল দৈনিক সংক্রমণ, মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ৩ হাজার ৪২৭ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্য হয়েছে ৩৩ জনের। গতকালের তুলনায় বাড়ল পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টেস্ট হয়েছে ৫৭ হাজার ৮৫ জনের। পজিটিভিটি রেট ৬ শতাংশ।
রাজ্য স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লক্ষ ৯৩ হাজার ৬০৬ জন। রাজ্যে মোট মৃতের সংখ্যা ২০ হাজার ৫৮৩। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৭৫০ জন। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। একদিনে আক্রান্ত হয়েছেন ৫২১ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৭৩। জেলায় একদিনে মৃত্যু হয়েছে ৬ জনের।
এদিকে দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ২৮১ জন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৩৫ হাজার ৫৩২। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৯৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৮৭১। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ১০ লক্ষ ৯২ হাজার ৫২২। দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯৪ হাজার ৯১ জনের। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হল ১৪ দশমিক ৫ শতাংশ।
এদিন মন কি বাত-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “করোনার তৃতীয় ওয়েভের সঙ্গে লড়াই জারি রয়েছে। এখনও পর্যন্ত সাফল্যের সঙ্গে লড়েছে ভারত। ইতিমধ্যেই সাড়ে ৪ কোটি ১৫-১৮ বছর বয়সীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ২০ দিনের মধ্যে ১ কোটি বুস্টার ডোজ দেওয়া হয়েছে।‘’