নয়াদিল্লি: আজ দেশজুড়ে পালন করা হচ্ছে জাতির জনক মহাত্মা গাঁধীর (Mahatma Gandhi) মৃত্যু দিবস। ২রা অক্টোবর দিনটা যদি ভারতবাসীর কাছে সবথেকে গর্বের দিন হয়, এই দিনে মহাত্মা গাঁধী জন্মগ্রহণ করার জন্য, তাহলে তাঁর মৃত্যুদিনটা দেশবাসীর কাছে সবথেকে শোকের দিনও বটে। প্রতি বছর এই দিনটিকে শহিদ দিবস (Shaheed Diwas 2022) হিসেবে পালন করা হয়। অবশ্যই মহাত্মা গাঁধীর মৃত্যুদিন হিসেবে এবং দেশের স্বাধীনতা আন্দোলনে দেশের জন্য যে বীর শহিদরা প্রাণ দিয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দেশের সরকারের পক্ষ থেকে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয়। আজ শহিদ দিবসে জেনে নেওয়া যাক এই বিশেষ দিনের ইতিহাস। পাশাপাশি জেনে নেওয়া যাক এই বিশেষ দিনে দেশজুড়ে কীভাবে শহিদ দিবস পালন করা হচ্ছে।
আরও পড়ুন - Budget 2022 Wishlist: অতিমারির থাবা অর্থনীতিতে, বাজেটে ঘিরে যা যা প্রত্যাশা আম জনতার
আজ থেকে ৭৪ বছর আগে আজকের দিনেই নাথুরাম গডসের হাতে প্রাণ হারান জাতির জনক মহাত্মা গাঁধী। যে মানুষটা গোটা পৃথিবীকে দেখিয়েছিলেন অহিংসার পথ। তিনি দেখিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের মতো বড় আন্দোলনও শান্তি এবং অহিংসা দিয়ে করা সম্ভব। এই বিশেষ দিনে প্রতিবছর রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজঘাচ মেমোরিয়ালে গিয়ে মহাত্মা গাঁধী এবং দেশের স্বাধীনতা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিন দুপুর এগারোটা থেকে দু মিনিটের জন্য দেশ জুড়ে নিরবতা পালন করা হয়। জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য।
করোনা পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে সতর্কতা অবলম্বন করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন আপামর ভারতবাসী। দেশের বিভিন্ন স্কুল, কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
আরও পড়ুন - Pegasus Row: পেগাসাস কিনতে সই করেছিলেন মোদি! রিপোর্ট ঘিরে ফের উত্তাল রাজনীতি, দেশদ্রোহের অভিযোগ রাহুলের