কলকাতা: একবছর একদিন পর রাজ্যে করোনায় (Corona Update) দৈনিক মৃত্যু শূন্য। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৫৩ জন। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা (Kolkata), একদিনে ৩২জন আক্রান্ত। উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) ২৮ জন, দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) একদিনে ৯জন আক্রান্ত।


 গতকালের তুলনায় ফের বাড়ল করোনা সংক্রমণ। তবে আগের তুলনায় রাজ্যে (West Bengal) অনেকটাই কমেছে করোনা (Covid-19) আক্রান্তের সংখ্যা। গতকাল রাজ্যে সংক্রমিত হন ১৪৬ জন। রাজ্যে করোনা সংক্রমিত হয় ২ জনের। আজ আক্রান্তের সংখ্যা ১৫৩। রাজ্য স্বাস্থ্য দফতরের (Department of Health & Family Welfare, West Bengal) বুধবারের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের (Corona Case) সংখ্যা ২০ লক্ষ ২৫ হাজার ৪০৬। এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন, ১৯ লক্ষ ৯২ হাজার ৪৩৩। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯৮.৮৬ শতাংশ। পজিটিভিটি রেট ০.৬৯ শতাংশ।






দেশে করোনায় দৈনিক মৃত্যু ফের ২০০ পার। বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৫৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৯১৫। দেশে একদিনে মৃত্যু হয়েছে ২২৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৮০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৪ হাজার ২৪৬ জনের। মোট আক্রান্ত ৪ কোটি ২৯ লক্ষ ৩৮ হাজার ৫৯৯ জন।