কলকাতাঃ রাজ্যে গত ২৪ ঘন্টায় ফের লাফিয়ে বাড়ল কোভিড সংক্রমণ(Covid Positive Cases)। এদিকে কমল না কোভিডে মৃত্যুর সংখ্যাও। রাজ্যের গত ২৪ ঘন্টায় কোভিড বুলেটিন অনুযায়ী, বাংলায় কোভিডের মৃত্যুর সংখ্যা ৩। পাশাপাশি কমল সুস্থতার হারও। সুতরাং রবিবার খুব একটা ভাল খবর উঠে এল না  রাজ্যের কোভিড গ্রাফে (Covid 19 Graph)।


আরও পড়ুন, কোভিড পজিটিভ ? জানুন কী করবেন ও কোনটায় নিষেধ


 রাজ্য কোভিড বুলেটিন সূত্রে খবর, রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৮২২ জন।  গত ৪৮ ঘন্টায় আক্রান্ত হয়েছিলেন ১৪৯৯ জন। যেখানে গত মাসের শুরুতে এই ৩ তারিখে কোভিড পজিটিভের সংখ্যা ছিলেন মাত্র ৪২ জন। সুতরাং কোভিড সংক্রমণের হার নিঃসন্দেহভাবে বেলাগামভাবে বেড়েছে। কোভিড বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘন্টায় সুস্থতার হার ৯৮.৪৪ শতাংশ। খুব সামান্য হলে গত ৪৮ ঘন্টায় তা অবশ্যই কমল। গত ৪৮ ঘন্টায় সুস্থতার হার ছিল ৯৮.৫০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোভিড মুক্ত হয়েছেন ৫২৬ জন।  রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন, ২০,৩৪,৪৮৫ জন। এবং এই অবধি কোভিড মুক্ত হয়েছেন মোট ২০,০২, ৬৭৭ জন।


তবে রাজ্যে প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি এখন নেই। তার কারণ কোভিডের মিউটেশন ঘটেছে। সংক্রমণ হলেও এখন মৃত্যুর হার অনেক কম। মূলত, কোভিডের তৃতীয় ঢেউ থেকেই এটা দেখতে পাওয়া গিয়েছে। রাজ্যে গত ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যু হয়েছে, ৩ জনের। এদিকে গত ৪৮ ঘন্টায় কোভিডে মৃত্যু হয়েছিল ৩ জনের। সুতরাং মৃত্যু সংখ্যা এবারেও কমল না। যদিও কোভিড সংক্রমণ যথাযথ সময়ে ধরা পড়াটা খুবই জরুরী বলে দাবি চিকিৎসকদের। যাতে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসার সুযোগ  পাওয়া যায়।  গত ৪৮ ঘন্টায় বাংলার বুকে ১২, ৯২১ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১৪.১০ শতাংশ। এই মুহূর্তে এখনও অবধি রাজ্য হোম আইসোলেশনে রয়েছেন ১০,২৭৯ জন।ইতিমধ্যেই মেডিক্যাল কলেজ, আদালত চত্বর সহ একাধিক জায়গায় কোভিড পজিটিভের সংখ্যা ছড়িয়েছে। আগের থেকে বিধি নিষেধ ফের বাড়ানো হবে কিনা, সে বিষয়ে এখনও কিছু রাজ্য সরকারের তরফে জানানো হয়নি। তবে কোভিড স্পর্শকাতর এলাকাগুলিতে বেশি করে খেয়াল রাখা হচ্ছে।