কলকাতা: রাজ্যে কমল কোভিড সংক্রমণ। কিন্তু, গত ২৪ ঘন্টায় একই জায়গায় দাঁড়িয়ে কোভিডে মৃত্যুর সংখ্যা রাজ্যে। মূলত, দুর্গাপুজো আসতে আর বেশি দিন বাকি নেই। শহরে এমনিতেই পুজোর কেনাকাটির ভিড়। মাস্ক মুখে নেই অনেকেরই। এহেন মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছে ২১০ জন।


রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী,  করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। গত ২৪ ঘন্টায় রাজ্যে পজিটিভিটি রেট ২.২৯ শতাংশ।  গত ৪৮ ঘন্টায় সারা বাংলায়  হোম আইসোলেশনের সংখ্যা ছিল ২হাজার ৪৪০ জন। গত ২৪ ঘন্টায় কোভিডে হোম আইসোলেশনের সংখ্যা হয় ২ হাজার ৩৪১ জন।   পাশাপাশি কমল পজিটিভিটি রেটও বাংলায়। গত ৪৮ ঘন্টায় সারা বাংলায় পজিটিভিটি রেট ছিল (Positivity Rate) ২.৭২ শতাংশ। কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় তা  হয় ২.২৯ শতাংশ।


প্রসঙ্গত, রাজ্যে কোভিডের প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষের ঢেউ অবধি সবচেয়ে ভয়াবহ ছিল দ্বিতীয় বর্ষ। কারণ ফুসফুসে সংক্রমণ হয়ে সবথেকে বেশি ভয়াবহতা দেখা দিয়েছিল সেবছরই। কোভিড ভ্যাকসিন নিয়ে উৎকণ্ঠা থেকে শুরু করে হুড়োহুড়ি সবই ছিলব। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ যেমন অনেকে পাননি। তেমনই অনেকেই হাসপাতালে ভর্তি হয়ে বাড়িও ফিরতে পারেননি। তারপর কোভিড বিধির জেরে প্রিয় জনের বিয়োগে, শেষ দেখাটাও দেখতে পারেনি পরিবার। কারণ সংক্রমণের ভয়াবহতা ছড়িয়েছিল সর্বত্র।


আরও পড়ুন,'এটাই হবার ছিল, সবাই মিলে এবার ঝগড়া করে মরবে', অনুপম ইস্যুতে তোপ সৌগত-র