কলকাতা:  ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল (School Reopening)। খুলছে কলেজ, বিশ্ববিদ্যালয়ও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Bandyopadhyay)এ কথা আজ জানিয়েছেন। এরইমধ্যে জানা গিয়েছে, ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে বেসরকারি স্কুলও (Private Schools)। ‘সরকারি বিধি মেনেই খুলবে স্কুল’, জানালেন আইসিএসই কাউন্সিলের সিইও। ৩ ফেব্রুয়ারি থেকে খুলছে সিবিএসই স্কুলও। অষ্টম শ্রেণী থেকে ক্লাস শুরু হবে।


বিভিন্ন রাজ্যের সরকারের বিধিনিষেধ অনুযায়ী, স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেজন্য যেহেতু রাজ্য সরকার ৩ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার ঘোষণা করেছে, সেহেতু ওই দিন থেকেই স্কুল খোলার কথা জানানো হয়েছে আইসিএসই বোর্ডের পক্ষ থেকে। সিবিএসই-র পক্ষেও একই কথা জানানো হয়েছে। 
উল্লেখ্য, দীর্ঘ দেড় বছর করোনা অতিমারী পর্বে রাজ্যে স্কুল খুললেও নয়া ঢেউয়ের ধাক্কায় ফের বন্ধ হয়ে যায় স্কুল, কলেজে পঠন-পাঠন। এরইমধ্যে স্কুল-কলেজ খোলার দাবি ক্রমে জোরাল হয়। বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে, শিক্ষামহল, ছাত্র সংগঠনগুলি স্কুল খোলার দাবি জানায়। এ নিয়ে আন্দোলনও হয়। আজও বেশ কয়েকটি ছাত্র সংগঠন বিক্ষোভ প্রদর্শন করেছে। 


কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী ব্র্যাত্য বসু জানিয়েছিলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন। এমন পদক্ষেপ নিতে হবে যাতে, স্কুল খুলে আবার না বন্ধ করে দিতে হয়। 


এর আগে  সরকারি স্কুলের সঙ্গে বেসরকারি স্কুলগুলিতেও কোভিড ভ্যাকসিনেশন শুরু হয়। বেসরকারি স্কুলগুলির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, রাজ্য সরকারের অনুমতি পেলেই স্কুল খোলা হবে এবং পঠন-পাঠন শুরু হবে।


গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার শুনিয়েছিল স্বাস্থ্য দফতর। সেই আশঙ্কা থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ঘোষণা করা হয় ৩ জানুয়ারি থেকে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। দৈনিক সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই স্কুল খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রায় এক মাস পর পড়ুয়াদের কোলাহলে মুখরিত হবে শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্যের স্কুলগুলির পাশাপাশি ৩ ফেব্রুয়ারি থেকে বঙ্গে খুলছে বেসরকারি স্কুলও।