কলকাতা: করোনা মোকাবিলায় রাজ্য সরকারের জারি করা বিধিনিষেধের জেরে মেট্রোর সময়সূচিতে বদল। দিনের প্রথম মেট্রো নির্ধারিত সময় অনুযায়ী চললেও, শেষ মেট্রো ছাড়ার সময় আধঘণ্টা এগিয়ে এল।


মেট্রোরেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ‘সোমবার, ৩ জানুয়ারি থেকে দিনের শেষ মেট্রো ছাড়ার সময় বদলাচ্ছে। দক্ষিণেশ্বর থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৪৮ মিনিটে, যা আগে রাত ৯টা ১৮ মিনিটে ছাড়ত। দমদম থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়, যা এতদিন রাত সাড়ে ৯টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী দিনের শেষ মেট্রো রাত সাড়ে ৯টার বদলে ছাড়বে রাত ৯টায়।’


মেট্রোরেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দিনের প্রথম মেট্রো সকাল ৭টাতেই ছাড়বে। সোমবার থেকে আর পাওয়া যাবে না টোকেন। শুধু স্মার্টকার্ড যাঁদের আছে, তাঁরাই মেট্রোয় যাতায়াত করতে পারবেন। সবাইকে করোনাবিধি মেনে চলতে হবে।


আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব জানিয়েছেন, কাল থেকে সন্ধে সাতটার পর আর চলবে না লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়েই চালাতে হবে লোকাল ট্রেন। তবে মেট্রোরেলের সময়সীমা নিয়ে কিছু জানাননি মুখ্যসচিব। শুধু ৫০ শতাংশ যাত্রী নিয়েই মেট্রোরেল চালানোর কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে রাত ১০টা থেকে সাধারণ মানুষের চলাফেরার উপর বিধিনিষেধের কথা মাথায় রেখে মেট্রোরেল কর্তৃপক্ষই দিনের শেষ মেট্রো ছাড়ার সময় আধঘণ্টা এগিয়ে আনল।


করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল লোকাল ট্রেন ও মেট্রোরেল। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা। প্রথমে টোকেন চালু করা হয়নি। গত মাস থেকে চালু করা হয় টোকেন। কিন্তু কাল থেকে আবার বন্ধ হয়ে যাচ্ছে টোকেন। ফলে মেট্রোয় যাতায়াতের জন্য ভরসা সেই স্মার্টকার্ড। কাল থেকে নতুন করে স্মার্টকার্ড দেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। ফলে শেষ লোকাল ট্রেন না পেলে নিত্যযাত্রীদের পক্ষে বাড়ি ফেরা সমস্যায় হয়ে যাবে।