অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আজ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধে ৭টার পর চলবে না লোকাল ট্রেন। কিন্তু শেষ লোকাল ছাড়ার সময় নিয়ে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। রেলের তরফে এ ব্যাপারে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। লোকাল ট্রেনগুলির যাত্রা সন্ধে ৭টার মধ্যে শেষ হবে। এর ফলে প্রান্তিক স্টেশন থেকে ওই সমস্ত লোকাল কখন ছাড়বে তা এখনও স্পষ্ট নয়। ফলে ফেরার সময় নিয়ে সংশয়ের মধ্যেই সপ্তাহের প্রথম কাজের দিন ট্রেনে উঠবেন যাত্রীরা। এর পাশাপাশি, করোনা সংক্রমণ বাড়ায় মেট্রো রেলেও বাড়তি সতর্কতা। টোকেনের পরিবর্তে আজ থেকে ফের মেট্রোয় চালু স্মার্ট কার্ড। রাত ১০টা থেকে বিধিনিষেধ জারি হওয়ায় মেট্রোর সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। রাত সাড়ে ৯টার পরিবর্তে আজ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। 


এদিকে, করোনা মোকাবিলায় রাজ্য সরকারের জারি করা বিধিনিষেধের জেরে মেট্রোর সময়সূচিতে বদল। দিনের প্রথম মেট্রো নির্ধারিত সময় অনুযায়ী চললেও, শেষ মেট্রো ছাড়ার সময় আধঘণ্টা এগিয়ে আনা হয়েছে। মেট্রোরেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ‘সোমবার, ৩ জানুয়ারি থেকে দিনের শেষ মেট্রো ছাড়ার সময় বদলাচ্ছে। দক্ষিণেশ্বর থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৪৮ মিনিটে, যা আগে রাত ৯টা ১৮ মিনিটে ছাড়ত। দমদম থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়, যা এতদিন রাত সাড়ে ৯টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী দিনের শেষ মেট্রো রাত সাড়ে ৯টার বদলে ছাড়বে রাত ৯টায়।’


মেট্রোরেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দিনের প্রথম মেট্রো সকাল ৭টাতেই ছাড়বে। সোমবার থেকে আর পাওয়া যাবে না টোকেন। শুধু স্মার্টকার্ড যাঁদের আছে, তাঁরাই মেট্রোয় যাতায়াত করতে পারবেন। সবাইকে করোনাবিধি মেনে চলতে হবে।


আরও পড়ুন: কাল থেকে জারি হচ্ছে কড়া বিধিনিষেধ, কী কী বন্ধ হচ্ছে দেখে নিন এক ঝলকে