সন্দীপ সরকার, কলকাতা: করোনা আক্রান্তের (Covid19)শেষকৃত্য় নিয়ে চলল টানাপোড়েন। রবিবার সকালে বেলভিউ নার্সিংহোমে মৃত্য়ু হয় এক করোনা আক্রান্তের। পরিবার সূত্রে খবর, বৃদ্ধের শেষ ইচ্ছে ছিল, নিমতলা ঘাটে যেন শেষকৃ্ত্য় হয়। কিন্তু কলকাতা পুরসভার হাতে দেহ তুলে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। ধাপায় হয় শেষকৃত্য়। কর্তৃপক্ষের দাবি, করোনা আক্রান্তের মৃতদেহ সৎকার নিয়ে সরকারি নিয়মে এখনও কোনও বদল হয়নি। এদিকে এতদিন পরও এই ব্য়বস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসকদের একাংশ।
শেষকৃত্য় নিয়ে টানাপোড়েন: রাজ্য়ে ফের করোনা আক্রান্তের মৃত্য়ু। আর তাঁর শেষকৃত্য় নিয়ে দিনভর চলল টানাপোড়েন। রবিবার সকালে, বেলভিউ নার্সিংহোমে মৃত্য়ু হয়, উত্তর কলকাতার বিডন স্ট্রিটের বাসিন্দা, জগন্নাথ বন্দ্য়োপাধ্য়ায় (৯০) নামে এক ব্য়ক্তির। পরিবার সূত্রে খবর, জ্বর ও অন্য়ান্য় শারীরিক সমস্য়া থাকায় ৯ জানুয়ারি তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়। নার্সিং হোমে ভর্তির পর জানা যায় রোগী করোনা আক্রান্ত। রবিবার সকালে মৃত্য়ু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে রয়েছে করোনার উল্লেখ। এরইমধ্য়ে পরিবারের দাবি, মৃতদেহ নিতে গেলে, বেঁকে বসে নার্সিংহোম কর্তৃপক্ষ।
তারা জানায়, করোনা আক্রান্তের শেষকৃত্য় নিয়ে সরকারি নিয়মে কোনও বদল হয়নি। তাই কলকাতা পুরসভার হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে। তাঁরাই শেষকৃত্য় করবে। এদিকে, পরিবার সূত্রে খবর, বৃদ্ধের শেষ ইচ্ছে ছিল, নিমতলা ঘাটে যেন তাঁর শেষকৃত্য় করা হয়। শেষমেশ পুরসভার তত্বাবধানে ধাপাতেই শেষকৃত্য় সম্পন্ন হয় বৃদ্ধের। তবে, সঙ্গে থাকার অনুমতি পান পরিবারের সদস্য়রা।পরে, সেখান থেকে বৃদ্ধের অস্থি নিয়ে গিয়ে ভাসানো হয় নিমতলা ঘাটের গঙ্গায়। নার্সিংহোম কর্তৃপক্ষের বক্তব্য়, সরকারি নিয়মে কোনও বদল না হওয়ায়, পুরসভার হাতেই তুলে দেওয়া হয়েছে করোনা আক্রান্তের মৃতদেহ।
গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু দমদমের বাসিন্দার। সূত্রের খবর, ৮ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন ৬৩ বছরের মহিলা। গত ১৪ জানুয়ারি মৃত্যু হয় তাঁর। তার আগে দক্ষিণ কলকাতার বাসিন্দা, লিভার ক্যানসারে আক্রান্ত এক বৃদ্ধ ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ৩০ ডিসেম্বর ভর্তি হন। কোভিড পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। চলতি মাসেই মৃত্যু হয় তাঁর। এর আগে ২৮ ডিসেম্বর সকালে সিএমআরআই হাসপাতালে মৃত্যু হয়েছিল একবালপুরের বাসিন্দা এক বৃদ্ধের। মৃত্যুর পর তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Ram Mandir: বিশেষ যজ্ঞ ও আরতির আয়োজন, তুমুল ব্যবস্থা কলকাতার রাম মন্দিরে