কলকাতা: শহরে ফের ডেঙ্গির থাবা। বাড়ছে ডেঙ্গি আক্রান্তের (WB Dengue Case) মৃতের সংখ্যা। পুজোর মুখে ভয় ধরাচ্ছে এডিস ইজিপ্টাই। গত ৮ দিনে শহরে মৃত্যু হয়েছে ৫ ডেঙ্গি আক্রান্তের। সূত্রের খবর, এই নিয়ে চলতি বছরে ৩৬ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর সামনে এল। যদিও সরকারি মতে, ডেঙ্গিতে মৃতের সংখ্যা ৩।
বাড়ছে ডেঙ্গি আক্রান্তের মৃতের সংখ্যা: ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল দক্ষিণ দমদম পুরসভা এলাকায়। মৃতের নাম সংযুক্তা পাল (১২)।মতিঝিল গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। দক্ষিণ দমদম পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, প্রবল জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার থেকে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। বুধবার সকালে মৃত্যু হয়েছে।এই নিয়ে দক্ষিণ দমদম ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫।
অন্যদিকে, প্রসবের ৭ দিনের মধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে এক প্রসূতির মৃত্যু মৃত্যু হয়েছে। মৃতের নাম পায়েল নন্দী (৩৩)। বাঘাযতীনের বাসিন্দা তরুণী শিক্ষকতা করতেন প্রিন্স আনোয়ার শাহ রোরের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে।পরিবার সূত্রে খবর, মাতৃসদন হাসপাতালে পুত্রসন্তান জন্ম দেওয়ার ৩ দিন পর ডেঙ্গিতে আক্রান্ত হন পায়েল। বাঘাযতীনের বেসরকারি হাসপাতাল হয়ে ভর্তি করা হয় পিয়ারলেসে। সেখানেই মারা যান তিনি। ডেথ সার্টিফিকেটে রয়েছে, ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ।
রাজ্য়ে সরকারি মতে, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্য়ুর সংখ্য়া ৩ হলেও, বেসরকারি মতে সংখ্য়াটা ৩৬। চলতি বছরে, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত, ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৭ জন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ভাইরাসের চরিত্র বোঝার জন্য পজিটিভ রোগীদের নমুনা পাঠানো হয়েছিল নাইসেডে।নাইসেড সূত্রে খবর, আক্রান্তদের ৭০ শতাংশই DENV3 এবং ২৫ শতাংশ রোগী আক্রান্ত DENV2-তে। মাইক্রোবায়োলজিস্ট ভাস্করনারায়ণ চৌধুরী বলেন, “২ আর ৩ সব থেকে বিপজ্জনক। তার মধ্যে ২ বেশি বিপজ্জনক, ৩ একটু কম। এবার যা উপসর্গ, তাতে সন্দেহ ৩ চরিত্র বদলে ফেলেছে। অনেক রোগী ২ এবং ৩-এ আক্রান্ত। ’’
এই পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় পথে নামলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র। ৫৬ নম্বর ওয়ার্ডের কামারডাঙা রেল কলোনি কার্যত মশার আঁতুড়ঘর। এদিন তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদ স্বপন সমাদ্দারকে নিয়ে এলাকা পরিদর্শনে যান অতীন ঘোষ। ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি, ডেপুটি মেয়রের হুঁশিয়ারি, কাজ না হলে পুরসভাই রেল কলোনি পরিষ্কার করে রেলের কাছে টাকা দাবি করবে।
আরও পড়ুন: Howrah Weather Update: ঝোড়ো হাওয়া, বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা হাওড়ায়, থাকবে মেঘলা আকাশ