কলকাতা: রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গি (Dengue)। প্রায় প্রতিদিনই সামনে আসছে মৃত্যুর খবর। মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে ৩৮ হাজার। যার মধ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। পিছিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিও। উত্তরের ৮ জেলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার পেরিয়ে গিয়েছে।


ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গি: একের পর এক মৃত্য়ু। হাহাকার,দিকে দিকে স্বজন হারানোর যন্ত্রণা। এসবের মধ্য়েই অপ্রতিরোধ্য় গতিতে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। খোদ স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ১৮১। শুধু কলকাতা নয়, উদ্বেগ বাড়াচ্ছে বহু জেলার পরিসংখ্য়ান। মোট আক্রান্তের মধ্য়ে, উত্তরবঙ্গের ৮ জেলায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৬ জন। অন্যদিকে, দক্ষিণবঙ্গের ২০টি জেলা ও স্বাস্থ্য জেলা মিলিয়ে সংখ্যাটা ৩৪ হাজার ৯০৫।

রাজ্যের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনায়, সেখানে ডেঙ্গিতে আক্রান্ত ৮ হাজার ৫৩৫ জন। দ্বিতীয় স্থানেই রয়েছে কলকাতা। সংখ্য়াটা ৪ হাজার ৪২৭। তৃতীয়স্থানে থাকা মুর্শিদাবাদে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৬৬ জন। নদিয়াতে ৪ হাজার ২৩৩ ও হুগলিতে ৩ হাজার ৮৩ জন আক্রান্ত হয়েছেন। উদ্বেগের একই ছবি ধরা পড়েছে জঙ্গলমহলের জেলাগুলিতেও। ঝাড়গ্রামে ডেঙ্গি আক্রান্ত ১ হাজার ৩৬৩ জন। ৯১৫ জন পশ্চিম মেদিনীপুরে ও ৩৬৯ জন বীরভূমে আক্রান্ত হয়েছেন।

লাগাতার বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিক জেলা। স্বাভাবিকভাবে সংক্রমণের ছবিটা সেখানে মোটেই স্বস্তিদায়ক নয়। উত্তরবঙ্গে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত হয়েছেন মালদায়। ১ হাজার ৩৩৭। গত সপ্তাহে এই সংখ্যাটা ছিল ১৮৭। প্রশাসন সূত্রে খবর, ইংরেজবাজার শহরের ৮ নম্বর ওয়ার্ডের পাশাপাশি কালিয়াচকের ৩ নম্বর ব্লক ও রতুয়াতে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে।  দক্ষিণ দিনাজপুরে ৪৬৩ ও জলপাইগুড়িতে ৩৬৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।


এই পরিস্থিতিতে নির্দেশিকা জারি করে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে দিনে-রাতে খোলা থাকবে আউটডোর। সপ্তাহে ৪ দিন সোম-বুধ-বৃহস্পতি-শনিবার সকালে আউটডোর খোলা থাকবে। সপ্তাহে ২ দিন মঙ্গল ও শুক্রবার সন্ধেয় খোলা থাকবে আউটডোর। রবিবারও হবে ভেক্টর কন্ট্রোলের কাজ। ভেক্টর কন্ট্রোলের সুপারভাইজার, ইন্সপেক্টর সবাইকে ৫ নভেম্বর পর্যন্ত রবিবারও আসতে হবে কাজে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা। 


আরও পড়ুন: Arjun Singh: 'অপরাধ বাড়লে জনপ্রতিনিধিদের ওপর প্রভাব পড়ে' অর্জুনের নিশানায় কে?