অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ভরা বর্ষায় বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ। পরিস্থিতি মোকাবিলায় আবাসনগুলিকে চিঠি দিল কলকাতা পুরসভা (KMC)। কলকাতার প্রায় ১৬০০ আবাসনকে চিঠি পাঠাচ্ছে পুরসভা। আবাসনগুলিতে জল জমে রয়েছে কি না খতিয়ে দেখবে পুরসভার টিম। পুরকর্মীদের সহযোগিতার আর্জি জানিয়ে আবাসনগুলিকে চিঠি দিল পুরসভা।
বর্ষা এলেই তার পিছু পিছু হাজির হয় মশাবাহিত ডেঙ্গি। হু হু করে বাড়তে থাকে আক্রান্তের সংখ্য়া। প্রাণ যায় বহু ডেঙ্গি আক্রান্তের। এই পরিস্থিতিতে এবার আগেভাগে সতর্ক কলকাতা পুরসভা। ডেঙ্গি ঠেকাতে শহরের বড় বড় আবাসনগুলোতে চিঠি পাঠাচ্ছেন ডেপুটি মেয়র এবং স্বাস্থ্য় বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ। তিনি বলেন, "ডেঙ্গু ম্যালেরিয়া সংক্রান্ত সচেতনতা প্রচার এবং অভিযানে গিয়ে সমস্যার মুখে পড়তে হয় পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীদের। বেশিরভাগ ক্ষেত্রেই তারা ঢুকতে পারেন না আবাসন গুলির ভিতরে। এমনকি অনেক সময় দেখা যায়, বহুতল আবাসনের আবাসিকরা আক্রান্ত হচ্ছেন অন্যান্য এলাকার তুলনায় বেশি। আর তাই এবার এই চিঠির ভাবনা।''
শহরের বেশ কয়েকটি বড়বড় আবাসনে ইতিমধ্যেই ডেপুটি মেয়রের চিঠি পৌঁছেছে। ডেপুটি মেয়রের এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, আবাসনের ছাদ, জলের ট্য়াঙ্ক কিম্বা বারান্দায় রাখা ফুলের টব, কোথাও জল জমছে কিনা, খতিয়ে দেখবেন পুর কর্মীরা। যদি এরকম কিছু চোখে পড়ে সতর্ক করা হবে। অতীন ঘোষ বলেন, "কোথাও অব্যাবস্থা দেখলে স্বাস্থ্য বিভাগের কাছে রিপোর্ট ফাইল করবেন পুর কর্মীরা। প্রথমে ৪৯৬ এর নোটিশ ধরানো হবে অভিযুক্তকে। তারপরেও কাজ না হলে যে ব্যক্তির নামে রিপোর্ট ফাইল করা হবে তাকে মিউনিসিপাল কোর্টে তোলা হবে। মোটা টাকার ফাইন গুনতে হতে পারে অভিযুক্তকে।''
৮ অগাস্ট বৈঠকে বসছে কলকাতা পুরসভা। সেই বৈঠকে কেন্দ্র-রাজ্য় উভয়ের সমন্বয়ে মশাবাহিত রোগ নিধনে একাধিক কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন অতীন ঘোষ। চলতি বছরের শুরু থেকে ২৮ জুলাই অবধি কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০৪। যা গতবারের তুলনায় ৪০% শতাংশ কম। অন্য়দিকে, ম্য়ালেরিয়া আক্রান্তের সংখ্য়াও গত বছরের তুলনায় প্রায় ৫৩% কমেছে বলে দাবি করেছেন ডেপুটি মেয়র।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Train Cancel Update: হাওড়া বর্ধমান কর্ড লাইনে ট্রেন যাত্রীদের জন্য সুখবর, বন্ধ হচ্ছে না এই পরিষেবা