ওয়ানাড: শুক্রবার ভূমিধসে বিপর্যস্ত কেরলের ওয়ানাডের পরিস্থিতি (Wayanad disaster) পরিদর্শন করে সেখানে ১০০টি বাড়ি কংগ্রেসের (Congress) তরফে তৈরি করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ওয়ানাডের অবস্থা দ্বিতীয় দিন ঘুরে দেখার সময় লোকসভার বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন এই লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ও তাঁর দিদি প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও (Priyanka Gandhi Vadra)। 


আরও পড়ুন: Assam CM on Rahul Gandhi: 'রাহুল গান্ধীকে তাঁর জাত জানাতে হবে যদি...', বিতর্ক উস্কে মন্তব্য অসমের মুখ্যমন্ত্রীর


আজকে তাঁরা ওয়ানাডের ভূমিধসে বিধ্বস্ত পুনছিরিমাদম ও মুন্ডাকাইল এলাকার বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন, "গতকাল থেকে এখানে রয়েছি আমি। গতকালই আমি যেমন বলেছিলাম যে খুবই ভয়াবহ ঘটনা ঘটেছে এখানে। আমরা গতকাল ভূমিধস যেখানে হয়েছে সেই এলাকাগুলিতে গেছিলাম। কিছু ত্রাণ শিবিরও পরিদর্শন করি। আজকে আমরা প্রশাসন ও পঞ্চায়েতের সঙ্গে এখানকার পরিস্থিতি নিয়ে একা বৈঠক করেছি। তারা এখানে কত জনের মৃত্যু হয়েছে সেবিষয়ে আমাদের জানিয়েছে। কতগুলি বাড়ি ধ্বংস হয়েছে এবং সেগুলির বিষয়ে তাদের কী পরিকল্পনা তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা তাদের জানিয়েছি যে আমরা এখানে এসেছি যে কোনও ভাবে সাহায্য করার জন্য। কংগ্রেস পরিবার এখানে ১০০টির বেশি বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিচ্ছে।" 


আরও পড়ুন: India Poverty: 'হাতে স্মার্টফোন আসায় দারিদ্র্য থেকে মুক্তি ৮০ কোটির', ভারতের ভূয়সী প্রশংসা কার মুখে?


ওয়ানাডের প্রাক্তন সাংসদ আরও বলেন, "আমি মনে করি কেরল এর আগে কোনওদিন একটি এলাকাতে এই ধরনের ট্র্যাজেডি দেখেনি। আমি এখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে একসুরে এই বিষয় দিল্লিতে আওয়াজ তুলতে চাই যে এখানে অন্য ধরনের ভয়াবহ ঘটনা ঘটেছে তাই এখানকার পুনর্গঠনের কাজ সেভাবেই করা উচিত।"


প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত ওয়ানাডে ভূমিধসের ফলে মৃত্যুর সংখ্যা ৩০৮-এ পৌঁছেছে। এখনও পর্যন্ত ২০৬ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দলের দেড় হাজারের বেশি সদস্য নিখোঁজ মানুষদের সন্ধানে ভূমিধসে বিধ্বস্ত চুরালপারা, ভেলারিমালা, মুন্ডাকাইল ও পুলছিরিমাদম এলাকায় তল্লাশি চালাচ্ছেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Rahul Gandhi: 'ছক কষছে ED, অধীর আগ্রহে অপেক্ষা করছি', পর্দাফাঁস এজেন্সির ভিতর থেকেই ? চাঞ্চল্যকর দাবি রাহুলের