কলকাতা: রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue)। সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে আজ স্বাস্থ্যভবনেও বৈঠক হয়। হাওড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যা কম। উত্তর ২৪ পরগনার বসিরহাট, মুর্শিদাবাদ, নদিয়াতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। সব সরকারি হাসপাতালে ফিভার ক্লিনিক চালুর নির্দেশ। সব সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ডেঙ্গি পরীক্ষার ব্যবস্থা রাখার নির্দেশ। ডেঙ্গি নিয়ে স্বাস্থ্যভবনের বৈঠকে সিদ্ধান্ত।


রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি: দেরিতে খেলতে নেমেও সেভাবে ব্যাট চালাতে পারেনি বর্ষা। তাই বৃষ্টির ঘাটতি বেড়ে চলেছে দক্ষিণবঙ্গে। কিন্তু একটু জমা জল পেলেই যাদের পোয়াবারো, বৃষ্টির ঘাটতিতেও চালিয়ে খেলতে শুরু করেছে তারা। ফের বাড়ছে মশাবাহিত রোগ। রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। শহরে ১২ দিনে মৃত্যু হয়েছে ৭ জন ডেঙ্গি আক্রান্তের। এই পরিস্থিতিতে বুধবার স্বাস্থ্য ভবনে সব জেলার CMOH-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন স্বাস্থ্য আধিকারিকরা।

কলকাতা ছাড়িয়ে জেলাতেও বাড়ছে ডেঙ্গির দাপট। রাজ্যজুড়ে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে, স্বাস্থ্য দফতরের তরফে শনিবার থেকে পরিদর্শন শুরু হয়েছে। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার মধ্যে আমডাঙা ব্লকে সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে। হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। ইতিমধ্যেই ৬টি জেলায় ঘুরে রিপোর্ট তৈরি করেছে স্বাস্থ্য দফতরের বিশেষ টিম। সেই রিপোর্টের ভিত্তিতে পরিকাঠামোগত দুর্বলতা নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে।

স্বাস্থ্য ভবনের বৈঠকে বলা হয়েছে –




  • প্রতিটি হাসপাতালে পুরোদমে চালু করতে হবে ফিভার ক্লিনিক। সহজে তথ্য পাওয়ার জন্য জ্বরে আক্রান্ত রোগীদের রেজিস্টার তৈরি করতে হবে।

    • হাসপাতালে ভর্তি ডেঙ্গি রোগীদের জন্য ২৪ ঘণ্টা চালু রাখতে হবে ল্যাব। যেদিন রক্ত সংগ্রহ করা হবে, সেদিনই য়েন ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়।

    • ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসার বাইরের বিষয়গুলি দেখাশোনা করার জন্য এক আধিকারিককে নিয়োগ করতে হবে।

    • হাসপাতালের জরুরি পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এদিনের বৈঠকে বলা হয়েছে, জরুরি সময়ে জ্বরে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খামতি রয়েছে। রোগ নির্ণয় ও চিকিৎসা দু'টিই বিলম্বিত হচ্ছে। জরুরি বিভাগে প্রাথমিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

    • প্লেটলেটের যোগান সহ ব্লাড ব্যাঙ্কের পরিষেবা যাতে যথাযথ থাকে, তা দেখতে হবে প্রতিষ্ঠানের প্রধানকে।

    • ডেঙ্গি আক্রান্ত রোগীর অবস্থার উন্নতি বা অবনতি সম্পর্কিত তথ্যের ওপর নজর রাখতে হবে সুপারকে। উল্লেখযোগ্য পর্যবেক্ষণের কথা নিয়মিত জানাতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।




পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার ডেঙ্গি নিয়ে নবান্নে বৈঠকে বসবে কোর কমিটি। ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। অন্যদিকে, ডেঙ্গি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিতে চলেছে হাওড়া পুরসভা। এদিন সাংবাদিক বৈঠকে এ কথা জানান হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান। এদিন তিনি বলেন, জল জমিয়ে রাখার জন্যে এবার দেড় হাজার বাড়িতে নোটিস পাঠিয়েছে পুরসভা। নোটিস পাওয়া সত্বেও সদুত্তর না দেওয়ায় ৫০ টি পরিবারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


আরও পড়ুন: Panchayat Poll Violence: 'এই পরিবর্তন চাননি তো কী চেয়েছিলেন?' পাল্টা আসরে তৃণমূলপন্থী বিদ্বজনেরা