কলকাতা: আগের দিনই জানিয়ে দেওয়া হয়েছিল ২৬ জুন নির্বাচন হবে শিলিগুড়ি মহকুমা পরিষদের। জিটিএ নির্বাচনের দিনই শিলিগুড়িতেও নির্বাচন হবে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য নির্বাচন কমিশন জানালো আর কোথায় কোথায় নির্বাচন হবে। 


কবে ভোট:



  • ২৬ জুন ভোট।

  • আগামীকাল, ২৭ মার্চ সকাল ১০টায় ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ।

  • ভোটগ্রহণ হবে ৭টা থেকে ৫টা।

  • মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত।

  • মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ২৭ মে থেকে ২ জুন।

  • পরে ভোটগণনার দিনক্ষণ প্রকাশ করা হবে।


কোথায় কোথায় ভোট:



  • শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং জিটিএ ছাড়াও রাজ্যের ৬টি পুর এলাকায় ওয়ার্ডে নির্বাচন হবে।

  • পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ড

  • ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড

  • দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড

  • দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড

  • ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড

  • চন্দননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ড


কোভিড বিধি মেনে ভোট
স্যানিটাইজার থাকবে ও মাস্ক থাকবে, জানানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। কোভিড আক্রান্তদের ভোট দেওয়ার ব্যবস্থাও রয়েছে। 


নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বাহিনী থাকবে বলে জানানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। আজ, বৃহস্পতিবার থেকেই ভোট হওয়া এলাকায় শুরু হবে নির্বাচন বিধি।

এরই মধ্যে পাহাড়ে জিটিএ নির্বাচন নিয়ে চড়ছে উত্তাপ। পাহাড়ের সমস্যা সমাধান না করে জিটিএ নির্বাচনের বিরোধিতা করেছেন বিমল গুরুং। GTA নির্বাচনের বিরোধিতায় এবং একাধিক দাবি দাওয়া নিয়ে বুধবার থেকেই অনশনে বসছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং! জিটিএ ভোটের বিরোধিতায় সুর চড়াচ্ছে বিজেপিও। যদিও তৃণমূলের কটাক্ষ, পাহাড়ে সংগঠন নেই, তাই ভোটে যেতে চাইছে না গেরুয়া শিবির।  


আরও পড়ুন:  রাজ্যপাল আর নয়, আচার্য হবেন মুখ্যমন্ত্রী, অনুমোদন মন্ত্রিসভায়