রুমা পাল, কলকাতা: এ বছর মে মাসেই শেষ হচ্ছে রাজ্যের পাঁচটি পুরসভার মেয়াদ (Five Municipal Corporation Election)। সূত্রের খবর, কবে এই পুরসভাগুলিতে ভোট করাতে চায় রাজ্য, তা জানতে চেয়ে চিঠি দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন (WB Election Commission)। চলতি বছরের গোড়ায় শতাধিক পুরসভার ভোট হয়েছে রাজ্যে। এ বার আরও পাঁচ পুরসভার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভোট সেরে নিতে চায় কমিশন।
ভোট করাতে চেয়ে রাজ্যকে চিঠি কমিশনের
মিরিক, কালিম্পং, রায়গঞ্জ, ডোমকল এবং পূজালি— সামনের মে মাসেই শেষ হচ্ছে এই পাঁচ পুরসভার মেয়াদ। তার পর কবে হবে এই পাঁচ পুরসভার ভোট? প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। সূত্রের খবর, মেয়াদ শেষ হওয়ার পর এই পুরসভাগুলিতে রাজ্য সরকার কবে ভোট করাতে চায়, তা জানতেই চিঠি দিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।
জানা গিয়েছে, গত ১৬ এপ্রিল ৫টি পুরসভার আসন সংরক্ষণের কাজও শেষ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বালি পুরসভার আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা জানুয়ারিতেই প্রকাশিত হয়েছে। পুর আইন অনুযায়ী আসন সংরক্ষণের ৪৯ দিন পর নির্বাচন হতে পারে।
আরও পড়ুন: Mamata Banerjee : বীরভূম থেকে অধিকারী-গড় পূর্ব মেদিনীপুর, কোন জেলার জন্য কী বার্তা মমতার ?
সেক্ষেত্রে বালিতেও এখন ভোট করা যেতে পারে। তাই এখানে কবে নির্বাচন করা যায়, তার দিনক্ষণ জানতেও চিঠি দেওয়া হচ্ছে। এ দিকে, এ বারের পুরভোটে কয়েকটি ওয়ার্ডে প্রার্থীদের মৃত্যুর কারণে ভোট হয়নি। সেইসব ওয়ার্ডে, রাজ্য কবে ভোট করতে চায় তাও রাজ্যের কাছে জানতে চাইবে কমিশন।
তবে হাওড়া পুর সংশোধনী বিলে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) স্বাক্ষর না করায়, বিশ বাঁও জলে হাওড়া পুরসভার ভোট। কাবিধানসভার শীতকালীন অধিবেশনেই ‘দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংধনী) বিল, ২০২১’ পাশ হয়ে গিয়েে। এর ফলে হাওড়া পুরসভার ওয়ার্ডের সংখ্যা ৬৬ থেকে কমে ফের ৫০-এ এসে দাঁড়িয়েছে।
রাজ্য-রাজ্যপাল সংঘাতে বিশ বাঁও জলে হাওড়া পুরসভার ভোট
বালিকে হাওড়া থেকে আলাদা করে দেওয়ার পরে হাওড়া পুরসভার যে অংশ পড়ে ছিল, তার পুনর্বিন্যাস করেই ৫০টি ওয়ার্ড হয়েছে। হাওড়া পুরসভায় আগেও ৫০টি ওয়ার্ডই ছিল। ২০১৫ সালে তার সঙ্গে ৩৫টি ওয়ার্ডের বালি পুরসভাকে ১৬টি ওয়ার্ডে পরিণত জুড়ে দেওয়া হয়েছিল। তাতেই হাওড়ার ওয়ার্ডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৬৬টি। এই মুহূর্তে হাওড়া এবং বালি দু'টি পৃথক পুরসভা। দুই পুরসভাতেই ভোট বকেয়া।