মুম্বই: চলতি বছরের শেষের দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। কিন্তু ভারতীয় দলের চিন্তা বেড়েছে দলের ২ তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) ফর্মে না থাকা। বিশেষ করে বিরাটের অফফর্ম নিয়ে নির্বাচকরাও চিন্তায়। শুধু আইপিএলেই নয়। জাতীয় দলের জার্সিতেও একের পর ইনিংসে ব্য়র্থ হয়েছেন। গতকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৯ রান করে আউট হয়েছেন। অনেকেই বলছেন যে বিরাটের এবার  একটু বিশ্রাম নেওয়া দরকার। সূত্রের খবর বিসিসিআইও বিশ্রাম দিতে পারে বিরাটকে।


প্রোটিয়াদের বিরুদ্ধে নেই বিরাট?


এখনও কোনও সরকারি ঘোষণা না হলেও বিসিসিআই সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বিরাটকে বিশ্রাম দেওয়া হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ''বিরাট ভারতীয় ক্রিকেটের একজন সেরা সেবক। কিন্তু ওর ফর্ম এই মুহূর্তে জাতীয় দলের জন্য বড় চিন্তার বিষয় নির্বাচকদেরও চিন্তার বিষয়।''


বিরাটকে বার্তা শাস্ত্রীর


কোহলির উদ্দেশে শাস্ত্রী বলেছেন, ''তিনটে ফরম্যাটে লাগাতার নেতৃত্ব করেছে কোহলি। তার পরও ক্রিকেটের মধ্যেই রয়েছে। তাই আমার মনে হয় এখন ওর একটা বিরতির খুব দরকার। নিজের শরীরকে বোঝাও অত্যন্ত প্রয়োজন। তাই আমার মনে হয় যদি ও নিজের আন্তর্জাতিক কেরিয়ারকে দীর্ঘায়িত করতে চায়, এবং অন্তত ৬-৭ বছর খেলা চালিয়ে যেতে চায়, তাহলে আইপিএল থেকে সরে দাঁড়ানো উচিত। ওর কাছে যে বিষয়টির গুরুত্ব বেশি, সেটাই ও করুক।''


শাস্ত্রী আরও বলেন, ''কোচ হিসেবে দলের ক্রিকেটারদের ভাল-মন্দের খেয়াল রাখতে হয়। তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হয়। যদি কোনও ক্রিকেটারকে দিয়ে জোর করে কিছু করানো হয়, তা হলে ধীরে ধীরে তার খেলায় প্রভাব ফেলে। আমাদের সে দিকে খেয়াল রাখা উচিত। কোহলির দিকে নজর দেওয়া হচ্ছে না। যদি কারও বিশ্রাম দরকার তো সেটা কোহলি। বায়ো-বাবলে থেকে টানা ক্রিকেট খেলা মোটেই সহজ নয়। এখনও জাতীয় দলের হয়ে ৬-৭ বছর খেলতে পারবে ও। কিন্তু সেটা এ ভাবে হবে না। কোহলির মাথা কাজ করছে না। এই পরিস্থিতিতে খেলতে থাকলে ওর খেলা আরও খারাপ হবে।''