কলকাতা: লগ্নি আনার লক্ষ্যে বিদেশ সফরে গিয়েছিলেন। সব সেরে একদিন আগেই রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তাঁকে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। বিদেশ সফর কেমন হল, চিঠিতে জানতে চান রাজ্যপাল। সফর খুব ভাল হয়েছে বলে, চিঠির জবাব দিলেন মমতাও। রাজভবন সূত্রে জানা গেল চিঠি দেওয়া-নেওয়ার বিষয়টি। (Kolkata News)


রাজ্যে লগ্নি আনতে ১১ দিনের স্পেন এবং দুবাই সফরে যান মমতা (Mamata in Spain)। সফরের আগেও শুভেচ্ছা জানিয়েছিলেন রাজ্যপাল বোস। শনিবারই রাজ্যে ফিরেছেন মমতা। তার পর গতকালই ফের চিঠি চেয়ে সফরের অভিজ্ঞতা জানতে চান রাজ্যপাল বোস। চিঠির জবাবও দিয়েছেন মমতা। এই চিঠি বিনিময়কে সৌজন্য হিসেবেই দেখছে রাজ্যের রাজনৈতিক মহল। 


তবে চিঠির মাধ্যমে কুশল বিনিময় হলেও, নবান্ন এবং রাজভবনের মধ্যে সংঘাত পরিস্থিত অব্য়াহত। শনিবারই নতুন করে সংঘাতে জড়িয়েছে দুই পক্ষ। কারণ রাজভবনে নতুন বিধায়ককে শপথ গ্রহণ করানো নিয়ে রাজভবনে আমন্ত্রণ জানানো হলে, তীব্র প্রতিক্রিয়া জানায় রাজ্য সরকার। সেই আবহেই আবার চিঠি বিনিময়। একদিকে সংঘাত, অন্য দিকে সৌজন্য, বর্তমানে নবান্ন এবং রাজভবনের সমীকরণকে এভাবেই ব্যাখ্যা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 


আরও পড়ুন: Pralay Pal: বিদায় চেয়েও ডিগবাজি বিজেপি-র প্রলয় পালের, জানালেন, ছাড়ছেন না রাজনীতি


স্পেন এবং দুবাই সফর সেরে রাজ্যে ফিরে গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা। সেখানে তিনি বলেন, "বাংলার জন্য বেশ অনেকটা কাজ করতে পেরেছি। এত সফল কর্মসূচি খুব কম দেখেছি আমি। প্রবাসী বাঙালিরা আমার সঙ্গে কথা বলতে পেরে খুশি।" সংযুক্ত আরব আমিরশাহির সরকার এবং সেখানকার শিল্পপতিদের কাছে বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়ে এসেছেন তিনি।


দুবাইয়ে বিখ্যাত লুলু গ্রুপের কর্তাদের সঙ্গেও বৈঠক করেন মমতা। বাংলায় লগ্নি করলে শিল্পপতিরা কী পাবেন, রাজ্য সরকারের তরফে তাঁদের কী কী সুবিধা দেওয়া হবে, তা বিশদে ব্যাখ্যা করেন মমতা। সব ঠিক থাকলে নিউটাউনে বিশ্বমানের শপিং মল গড়ার কথা ওই গোষ্ঠীর। মাছ-মাংস প্রক্রিয়াকরণ, পোলট্রি এবং ডেয়ারি শিল্পেও লগ্নি আগ্রহ প্রকাশ করেছে লুলু গ্রুপ। ফুটবল থেকে সংস্কৃতি ক্ষেত্রে স্পেন থেকেও বিনিয়োগ আসার কথা হয়েছে। বাংলায় অ্যাকাডেমি গড়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে লা লিগা কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত  হয়েছে।