কলকাতা: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানোর অভিযোগ। তা নিয়ে উত্তাপ ছড়িয়েছে দিকে দিকে। সেই আবহে কড়া প্রতিক্রিয়া জানালেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। সভ্য সমাজে হিংসার কোনও স্থান নেই, জানালেন তিনি। ঘটনার নিন্দাই নয় শুধু, এই বিষয়ে রাজ্যের কাছ থেকে রিপোর্টও চেয়ে পাঠালেন রাজ্যপাল। ব্যক্তিগত ভাবে কথাও বলেছেন নিশীথের সঙ্গে।


কোচবিহারের দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের কনভয়ে হামলার অভিযোগ। এই ঘটনাকে ঘিরে তৃণমূল ও বিজেপি-র মধ্যে সংঘর্ষ বেধেছে। ভাঙচুর চলেছে তৃণমূলের দলীয় কার্যালয়ে। নিশীথ প্রামাণিকের অভিযোগ, তাঁর গাড়িতে গুলি ছোড়া হয়েছে। পাল্টা বিজেপি-র বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছেন উদয়ন গুহ। 


পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনার আঁচ এসে পড়েছে শহর কলকাতায়। দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তাপ ছড়িয়েছে। সেই পরিস্থিতিতে, রবিবার রাজভবন থেকে কড়া বিবৃতি প্রকাশ করলেন রাজ্যপাল বোস। লিখিত বিবৃতিতে তিনি বলেন, 'আইন-শৃঙ্খলার অবনতি হলে রাজ্যপাল নীরব থাকবেন না। ভয়, পক্ষপাত ছাড়া পুলিশকে দায়িত্ব পালন করতে হবে'।


বিবৃতিতে রাজ্যপাল আরও লেখেন, 'সভ্যতা-সংস্কৃতির পীঠস্থানে এই ঘটনা বিস্ময়কর। প্রতিবাদ গণতন্ত্রের অংশ। কিন্তু সভ্য সমাজে হিংসার স্থান নেই। নির্মম ভাবে হিংসাকে উপড়ে ফেলতে হবে। সমাজবিরোধী আইন হাতে নেওয়ার চেষ্টা করলে কড়া ব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষায় শিথিলতা বরদাস্ত নয়। বজ্রমুষ্ঠিতে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক'। নিশীথের কনভয়ে হামলার অভিযোগে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্টও চেয়ে পাঠালেন রাজ্যপাল বোস।


রাজ্যপালের এমন বিবৃতি স্বাভাবিক ভাবেই রাজ্যের তৃণমূল সরকারকে অস্বস্তিতে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ গত বছরের দিকে বাংলার দায়িত্ব হাতে পাওয়ার পর থেকে, এ যাবৎ রাজ্যপাল বোসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সুসম্পর্কই পরিলক্ষিত হয়েছে বার বার। রাজ্যপালকে মিষ্টির হাঁড়ি উপহার পাঠিয়েছেন মমতা। বাংলা শিখতে আগ্রহী রাজ্যপালের প্রতীকী হাতেখড়ির ব্যবস্থাও কড়া হয়। তার পাল্টা মমতার ভূয়সী প্রশংসাও করেন রাজ্যপাল।


সেই নিরিখে কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে বঙ্গ বিজেপি নেতাদের মধ্যে দূরত্ব স্পষ্ট হয়ে ওঠে। বিধানসভায় রাজ্য বাজেটের দিন রাজ্যপালের প্রতি রোষের কথাও প্রকাশ্যে জানিয়ে দেন বিজেপি বিধায়করা। তাঁকে দেখে ওঠে গো ব্য়াক স্লোগানও। তার পরই পূর্বসূরি জগদীপ ধনকড় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে রাজ্যপাল বোসের ডাক পড়ে এবং কথা হয় বলে শোনা যায়। তাঁকে যা বোঝানোর, বোঝানো হবে, এমন মন্তব্য করতে শোনা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। শনিবার সন্ধেয় রাজভবনেও যান শুভেন্দু। তার পরি কড়া বিবৃতি প্রকাশ করা হল রাজভবনের তরফে।