কলকাতা: আজ ১০ জুন, প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক ২০২২-এর ফলাফল (HS Results 2022)। ঘোষিত হয়েছে মেধাতালিকা (Merit List)। সেখানে স্থান করে নিয়েছেন ২৭২ জন। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯০.১৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৬. ৯৮ শতাংশ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা-সহ ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি।

মেধাতালিকায় ২৭২ জন

এই বছরের উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা রইল। দেখে নিন-

প্রাপ্ত নম্বর ৪৯৮ - প্রথম স্থানঅধীশা দেবশর্মা - দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুল

প্রাপ্ত নম্বর ৪৯৭ - দ্বিতীয় স্থানসায়নদীপ সামন্ত - জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তন

প্রাপ্ত নম্বর ৪৯৬ - তৃতীয় স্থানরহিন সেন - পাঠভবনসোহম দাস - হুগলি কলেজিয়েট স্কুলঅভীক দাস - কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনপরিচয় পারি - জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তন

প্রাপ্ত নম্বর ৪৯৫ - চতুর্থ স্থানসৌম্যদীপ মণ্ডল - জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তনকিংশুক রায় - জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তনপ্রীতম মিদ্যা - জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তনঅর্পিতা মণ্ডল - পাথরমোড়া হাইস্কুলঅনুষ্কা ভট্টাচার্য  - দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুলতিতলি বন্দ্যোপাধ্যায় - আরামবাগ গার্লস হাইস্কুলআনন্দরূপা মুখোপাধ্যায় - রহিমপুর নবগ্রাম হাইস্কুলনীতিশ কুমার হালদার - হুগলি ব্রাঞ্চ স্কুল

প্রাপ্ত নম্বর ৪৯৪ - পঞ্চম স্থানচন্দ্র মণ্ডল - হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনদেবাঙ্ক সাহা - রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবনসায়ন্তিকা ভূইঞাঁ - সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরসানা দাস - সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরকোয়েল চক্রবর্তী - ওন্দা হাইস্কুলদিতসা সূত্রধর - দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুলসোমনাথ পাল - বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যায়তনপ্রভাত দত্ত - সোনামুখী বি জে হাইস্কুলমোসাইব নওয়াজ - দক্ষিণডিহি হাইস্কুলঅদিতি সাহানা - দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুলমিষ্টু পাত্র - পাথরমোড়া হাইস্কুল

প্রাপ্ত নম্বর ৪৯৩ - ষষ্ঠ স্থান আকাশ ঘোষ - বালুরঘাট হাইস্কুলজিতেশ বসাক - হেমতাবাদ আদর্শ বিদ্যালয়অগ্নিক ভৌমিক - বেঙ্গাই হাইস্কুলপ্রণীত কুমার দাস - ঔরঙ্গাবাদ হাইস্কুলযোজনগন্ধা দাস - বরানগর রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাইস্কুলঅরিত্র মাইতি - রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুলশুভজিৎ মাল - অক্ষয়নগর কুমার নারায়ণ মাধ্যমিক শিক্ষায়তন হাইস্কুলরণদীপ ঠাকুর - পাঠভবনমৈনাক প্রসাদ - বরানগর নরেন্দ্রনাথ বিদ্যামন্দিরসম্প্রীতি প্রধান - সবং সারদাময়ী এইচ. এস. স্কুলরিনি পাল - সবং সারদাময়ী এইচ. এস. স্কুলস্নেহাশ্রী সামন্ত - দেবীপুর মিলন বিদ্যাপীঠশিল্পা পাল - দেবীপুর মিলন বিদ্যাপীঠসোমা গড়াই - গোয়ালতোড় গার্লস হাইস্কুলউদয় দাস - সিমলাপাল মদন মোহন হাইস্কুলপ্রকৃতিপর্ণা দে - নারাহ হাইস্কুলঅন্বেষা চক্রবর্তী - গড় রাইপুর হাইস্কুলসৃজনী কুণ্ডু - মালডাঙা আর. এম. ইনস্টিটিউশনবেদপর্ণা শিত - পীরাবাণি হাইস্কুলবুলবুল ইসলাম - মুক্তারপুর হাইস্কুলবর্ষা পরভিন - শীলবরিহাট হাইস্কুলপার্থসারথী সাহা - বালুরঘাট হাইস্কুলতিস্তা দত্ত - বালুরঘাট হাইস্কুলদেবাদিত্য গোস্বামী - নঘরিয়া হাইস্কুলভানু রবি দাস - বক্সিগঞ্জ আবদুল কাদের সরকার হাইস্কুলমুশফিকা পরভিন - নিশিগঞ্জ নিশিময়ী হাইস্কুলপিয়ালী সেন - মনীন্দ্রনাথ হাইস্কুলঋদ্ধিমান বিশ্বাস - জেনকিন্স স্কুলস্নেহা দাস - দেবীনগর কৈলাশচন্দ্র রাধারানি বিদ্যাপীঠপৃথা কুইতি - সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরশ্রীকৃষ্ণ সামন্ত - জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তনঅঙ্কজা পাল - সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির

প্রাপ্ত নম্বর ৪৯২ - সপ্তম স্থান অর্চিষ্মান মান্না- নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক) অঙ্কিত ভড় - হুগলী কলেজিয়েট স্কুল অনন্যা মণ্ডল - বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়মৌমিতা বিশ্বাস - আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ ফর গার্লস সূর্যানি মণ্ডল  - বহরমপুর মহারানি কাশীশ্বরী গার্লস হাই স্কুল চন্দ্রিমা মণ্ডল - ডায়মন্ডহারবার হাই স্কুল সুমনা সাহু - সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরসৃজিতা সিনহা - সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির শ্রেয়া দাস - সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরকাজী সামিম অ্যাহসান - বালিগঞ্জ গভ: হাইস্কুলপিঙ্কি খাতুন - জলচক নটেশ্বরী নেতাজি বিদ্য়ায়তনরৌনক মণ্ডল - মেদিনীপুর কলেজিয়েট স্কুল শান্তনু পাল - জলচক নটেশ্বরী নেতাজি বিদ্য়ায়তনপ্রতীক মণ্ডল - জলচক নটেশ্বরী নেতাজি বিদ্য়ায়তনআরত্রিকা মুখার্জি - খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দির ঋচিক সামন্ত - ব্যাবটেরহাট আদর্শ হাই স্কুল ইতিরানি পাত্র - মৈশালি ত্রৈলোক্য বিদ্যাপীঠ শুভদীপ মুদি - সিমলাপাল মদনমোহন হাই স্কুল সায়ন্তন গড়াই - ওন্দা হাইস্কুল সুমন কুণ্ডু- বাঁকুড়া বঙ্গ বিদ্য়ালয় অয়নদীপ সান্নিগ্রাহী - বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল রিমা কর্মকার - কেঞ্জাকুড়া দামোদর বালিকা বিদ্যালয় রীতম লাহা - সিমলাপাল মদন মোহন হাই স্কুল রীতেশ মণ্ডল - বড়জোড়া হাই স্কুল দেবাঞ্জন চট্টরাজ - বড়জোড়া হাইস্কুল অনন্যা চক্রবর্তী - মল্লারপুর হাই স্কুল শুভজিৎ মণ্ডল - নব নালন্দা শান্তিনিকেতন HS স্কুল সৌমি প্রামাণিক - আনন্দনগর রমানাথ হাই স্কুল সুদীপ চেল - কংসাবতী শিশু বিদ্যালয় (উচ্চ)বিজন বর্মন - বালুরঘাট হাই স্কুল নীলাঞ্জনা সিনহা - বার্লো গার্লস হাই স্কুল পূর্বালি পাল - সুনীতি অ্যাকাডেমিঅস্মিতা দাস - মনীন্দ্রনাথ হাই স্কুল শিবম দেব - জেনকিন্স স্কুলআয়ূষ্কা ভৌমিক - দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুল রীতা হালদার - হায়দরপাড়া বুদ্ধ ভারতী হাই স্কুল অভীপ্সা পাত্র - খাতড়া হাই স্কুল 

প্রাপ্ত নম্বর ৪৯১ - অষ্টম স্থানসৌম্যদীপ ঘোষ - বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়সমাদৃতা দাস - জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস স্কুলঅনন্যা দেব - দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুলমনোময় কবীরাজ - নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়সৌমেন পাত্র - বামানগর সুবলা হাইস্কুলসৌম্যজিৎ দাস - নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনসৌভিক দাস - চেতলা বয়েজ হাইস্কুলস্বাগতম গোস্বামী - নব নালন্দা হাইস্কুলমানালি চৌধুরী - হোলি ফ্যামিলি গার্লস হাইস্কুলঅয়ন বিশ্বাস - নর্মদা হাইস্কুলনয়ন দাস - কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনরাজেশ মিশ্র - কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনশ্রবণা বাগ - কাঁচড়াপাড়া ইন্ডিয়ান গার্লস হাইস্কুলশর্মিষ্ঠা ঘড়াই - জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তনশেখ রাহুল হোসেন - জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তনসৌম্যদীপ সামন্ত - জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তনরাজশ্রী পাত্র - সবং সারদাময়ী এইচ. এস. স্কুল অন্বেষা ভট্টাচার্য - সবং সারদাময়ী এইচ. এস. স্কুল জয়িতা ঘড়াই - পরাণচক শিক্ষানিকেতনমৌসুমী দাস - নাচিন্দা জে. কে. হাইস্কুলকিরণ শঙ্কর মাইতি - দক্ষিণ ময়না হাইস্কুলকার্তিক মণ্ডল - সিমলাপাল মদন মোহন হাইস্কুলরিমা পাণ্ডা - ওন্দা হাইস্কুলমমতা দণ্ডপাট - নারাহ হাইস্কুলসুমনা হালদার - কেঞ্জাকুরা মোলেবোনা হাইস্কুলশুভজিৎ মণ্ডল - বৈতাল গোপেশ্বর পাল বিদ্যাপীঠস্নিক্তা সন্নিগ্রাহী - সিমলাপাল মদন মোহন হাইস্কুলমৈত্রেয়ী দে - পাঁচমুড়া হাইস্কুলজয়দীপ দত্ত - কামালপুর নেতাজী হাইস্কুলইশিতা মহাপাত্র - গড় রাইপুর হাইস্কুলমৈত্রেয়ী নাথ - সারেঙ্গা হাইস্কুলপ্রিয়ঙ্কা আদক - বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলরূপসা নায়ার - বিষ্ণুপুর পাবলিক স্কুল সৌম্যশ্রী দাস - কালিগতি স্মৃতি নারী শিক্ষানিকেতনসাহিনা খাতুন - কালিগতি স্মৃতি নারী শিক্ষানিকেতনদেবপ্রিয়া চক্রবর্তী - বীরভূম জেলা স্কুলপ্রিয়ব্রত ভট্টাচার্য - হুগলি ব্রাঞ্চ স্কুলমনিরা খাতুন - জামালপুর হাইস্কুলঅগ্নিক চক্রবর্তী - বালি হাইস্কুলঅনুনয় চল - চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরসুমায়া খাতুন - গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়প্রত্যয় মুখোপাধ্যায় - মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়অনিব্রত দেববর্মন - মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়প্রিয়াংশু রায় - গাজোল এইচ এন এম হাইস্কুলরুমনা খাতুন - নিশিগঞ্জ নিশিময়ী হাইস্কুলসম্পদ রায় - দেবীনগর কৈলাশ চন্দ্র রাধারানি বিদ্যাপীঠশবেনূর হুসনি - হেমতাবাদ আদর্শ বিদ্যালয়পূর্বাশা কুণ্ডু - নবদ্বীপ বালিকা বিদ্যালয়অঙ্কন সাহু - জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তনঅর্পিতা পাল - পলাশকলা গোপালপুর হাইস্কুলঅঙ্কিতা মুখোপাধ্যায় - সবং সারদাময়ী এইচ. এস. স্কুল কেকা রায় - দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুলনীলা কোনার - সাঁইথিয়া হাইস্কুলসাহেব দাস অধিকারী - জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তনসৈকত রায় - জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তন

প্রাপ্ত নম্বর ৪৯০ - নবম স্থানসৌমেন বর্মণ - দক্ষিণ ময়না হাই স্কুল সৈয়দ মুস্তাক আহমেদ - মুক্তারপুর হাই স্কুল পার্থিব সেন - নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক)শুভদীপ ব্যানার্জি - আসানসোল কলেজিয়েট স্কুল সৌম্যপ্রভ দে - কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল ঈশিকা মণ্ডল - আরামবাগ গার্লস হাই স্কুল বৈশাখী দাস - বাঁকুড়া বঙ্গ বিদ্য়ালয়তুহিন দাস - বামানগর সুবলা হাই স্কুলস্বাতী শুক্লা - খালসা হাই স্কুলঅভি মণ্ডল - বারুইপুর হাই স্কুল সোনাদীপা প্রধান - সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরচয়ন হালদার - হরিণডাঙা হাই স্কুলঅনির্বাণ জানা - কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন অভিনন্দন মুখার্জী - স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠস্নিতা ভূঞ্যা - বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস হাই স্কুল সতস্মিত মহাপাত্র - জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তনমণিকা বাঁকুড়া - সবং সারদাময়ী এইচ. এস স্কুলঅমিয় শাসমল - জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তনপ্রিয়ব্রত মাজি - কন্টাই মডেল ইনস্টিটিউশনসুশান্ত বাগ - দক্ষিণ ময়না হাই স্কুল অরিন্দম বড়াই -  দক্ষিণ ময়না হাই স্কুল স্বপ্ননীল রায় - রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনসোমনাথ পাইন - সিমলাপাল মদনমোহন হাই স্কুলশান্তি লোহার- সাবড়াকোন হাই স্কুলসমীরণ বন্দ্যোপাধ্যায় - অম্বিকানগর হাই স্কুলপিকলু মণ্ডল-  সিমলাপাল মদনমোহন হাই স্কুলশুভদীপ পাত্র - গড় রায়পুর হাই স্কুলসেবক দুবে - গড়গড়িয়া সুভাষ হাই স্কুলদেবাশিস সাহা - পাটুলি হাই স্কুলঅগ্নিভ সাহা - বীরভূম জেলা স্কুলশ্রীদাত্রী সামন্ত - তিরোল হাই স্কুলচিরন্তন ব্যানার্জী - সাঁইথিয়া টাউন হাই স্কুল সৌমি মণ্ডল - কোটাসুর হাই স্কুলতুলি বন্দ্যোপাধ্যায় - সাঁইথিয়া হাই স্কুলরিঙ্কু ভূই - ডুমুরতোড় বাগবাদিনী হাই স্কুলবিবেক কুণ্ডু - বড়া মধুসূদন হাই স্কুল পল্লবী মণ্ডল - পুখুড়িয়া সুরেশচন্দ্র হাই স্কুল অরুণিমা নায়েক - তাজপুর রামচরণ হাই স্কুলদেবপ্রিয়া দাঁ - কংসাবতী শিশু বিদ্যালয় (উচ্চ)সৌহার্দ্য ভট্টাচার্য - ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলতুলিকা দাস- পাতিরাম হাইস্কুলদেবলীনা পাল - গঙ্গারামপুর হাই স্কুলসপ্তর্ষি ঘোষ-রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরদেবদীপ চক্রবর্তী- এ সি ইনস্টিটিউশনটিনা ঠোকদার-ভালুকা RMMM বিদ্যাপীঠশুভম কুণ্ডু-গাজোল HNM হাই স্কুলসুকান্ত বর্মণ - জেনকিন্স স্কুলকৌলিক বর্মা-জেনকিন্স স্কুলমিতালী বর্মণ-দিনহাটা সোনীদেবী জৈন হাই স্কুলসামসাদ হোসেন-হেমতাবাদ আদর্শ বিদ্যালয়শ্রেয়সী দাস-কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুলসঙ্গীতা শিট - বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়শ্রাবণী দত্ত - বাঁকুড়া বঙ্গ বিদ্য়ালয়ইন্দ্রদীপ ধর- অওরঙ্গাবাদ হাইস্কুল

 

প্রাপ্ত নম্বর ৪৮৯ - দশম স্থানঅদৃতা মণ্ডল - বংশীহারি হাইস্কুলঅকতা গঙ্গোপাধ্যায় - বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়কোয়েল রায় - গোপালগঞ্জ রঘুনাথ হাইস্কুলশুভদীপ চেল - রানিবাঁধ হাইস্কুলস্নেহা পাল - কামালপুর আদর্শ বিদ্যাপীঠ ফর গার্লস হাইস্কুলসীমা কর্মকার - ভেটিয়ারা মিলনী বিদ্যাপীঠসৃজা মণ্ডল - কৈলাশচন্দ্র সাধুখাঁ হাইস্কুলমিলি কুণ্ডু - ময়ূরেশ্বর গার্লস হাইস্কুলসমীর গরাই - জানুবাজার পীতম্বর হাইস্কুলত্রিনয় দাস - বরানগর নরেন্দ্রনাথ বিদ্যামন্দিরপূর্ণেন্দু কয়াল - বামানগর সুবলা হাইস্কুলঅস্মি চৌধুরী - অশোকনগর বাণীপীঠ গার্লস হাইস্কুলসঞ্জনা পাণ্ডে - ন্যাশনাল হাইস্কুল (শরৎ বোস রোড ক্যাম্পাস)জয়ব্রত বিশ্বাস - হাজরাপুর হাইস্কুলসৌহার্দ্য ঘোষ - কৃষ্ণাথ কলেজিয়েট স্কুলসুমন কল্যাণ মাইতি - অক্ষয়নগর কুমার নারায়ণ মাধ্যমিক শিক্ষায়তন হাইস্কুলরোদ্দুর মণ্ডল - সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরসৌম্যদীপ গিরি - নামখানা নারায়ণ বিদ্যামন্দিরদেবলীনা সাহা - সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরআদিত্য সাহা - পাঠভবনরিয়াঙ্কা মাহাতো - নপাড়া হাইস্কুলঅঙ্কিতা রায় - রাজবল্লভপুর হাইস্কুলশৈলেশ জানা - জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তনপবিত্র বেরা - জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তনআকাশ ঘোষ - জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তনদেবমিতা পারিয়া - সবং সারদাময়ী এইচ. এস. স্কুলপ্রিয়া আচার - দারিয়ালা ভীমচরণ হাইস্কুলবুদ্ধদেব দাস - চঙ্গরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠসন্দীপন বেরা - চঙ্গরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠদেবলীনা ভৌমিক - কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয়নিশাত রিফা খান - রাজকুমারী শান্তনাময়ী গার্লস স্কুলশৌনক আচার্য - কাঁথি মডেল স্কুলঅনির্বাণ নায়ক - মরিশদা বিজয় কৃষ্ণ জাগৃহী বাণীপীঠমৌলি মাইতি - বরবরিয়া হাজরা বিদ্যাপীঠস্বপ্ননীল দাস - ইসমালিচক ময়না যোগোদা সৎসঙ্গ ব্রহ্মচর্য বিদ্যালয়সায়ক রায় - দক্ষিণ ময়না হাইস্কুলশুভ ভট্টাচার্য - চাঙ্গুয়াল কন্দর্পপুর প্রণবেশ বিদ্যায়তনসজল বাউরি - সিমলাপাল মদন মোহন হাইস্কুলদীপ্তিমান বন্দ্যোপাধ্যায় - সারেঙ্গা মহাত্মাজী স্মৃতি বিদ্যাপীঠপূজা চক্রবর্তী - নারাহ হাইস্কুলপ্রিয়ব্রত বাউরি - বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়অর্পিতা নায়ক - সিমলাপাল মদন মোহন হাইস্কুলশুভদীপ লায়েক  - বাঁকুড়া মিউনিসিপ্যাল হাইস্কুলঅরণ্য সিংহ - কুচিয়াকল রাধাবল্লভ ইনস্টিটিউশনসোহম মণ্ডল - বাঁকুড়া জেলা স্কুলঅদৃশ মণ্ডল - কোতলপুর হাইস্কুলশঙ্খ শুভ্র - বেলিয়াতোড় হাইস্কুলসৌম্যদীপ কুণ্ডু - ইছাপুর শ্রী গদাধর হাইস্কুলতিয়াসা পাল - ইছাপুর শ্রী গদাধর হাইস্কুলনেহা নাসরিন - মালডাঙা আর. এম. ইনস্টিটিউশনপৃথা অধিকারী - বানপাশ শিক্ষানিকেতনবিপ্লব মণ্ডল - তারকেশ্বর হাইস্কুলসুপ্রিয়া পাল - বড়রা হাইস্কুলরিষিতা মণ্ডল - জামালপুর হাইস্কুলসোহেল মল্লিক - সোদপুর হাইস্কুলতানিয়া মল্লিক - বিষ্ণুপুর কৃত্তিবাস মুখার্জি হাইস্কুলশুভঙ্কর সাহা - মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়সৌম্যরঞ্জন জেনা - এলিট কো-এডশ্রাবণী মণ্ডল - পুখুরিয়া সুরেশ চন্দ্র হাইস্কুলসবনাজ সুলতানা - সিহোল হাইস্কুলচন্দ্রিমা পাল - তুফানগঞ্জ এন এন এম হাইস্কুলরৌণক মুখোপাধ্যায় - জেনকিন্স স্কুলপ্রেরণা বর্মন - দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুলঋতম বর্মন - দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুলশ্রেষ্ঠা রায় - ভূপাল চন্দ্র বিদ্যাপীঠঅনিন্দিতা দাস - রায়গঞ্জ করোনেশন হাইস্কুলরাজশ্রী দশাধিকারী - সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরসৌম্যদীপ করণ - জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তনশুভজিৎ সাসমল - জলচক নটেশ্বরী নেতাজী বিদ্যায়তন

এদিন ফল ঘোষণার সঙ্গে সঙ্গে আগামী বছরের পরীক্ষার দিনক্ষণ ও নিয়মাবলীও বলে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন: HS Exam Date 2023: আগামী বছর কবে থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু? ঘোষণা হল দিন


Education Loan Information:

Calculate Education Loan EMI