কলকাতা : এবার উচ্চমাধ্যমিকে (Higher Secondary) প্রথম দশে জায়গা পেয়েছে ২৭২ জন। কিন্তু, ফলাফলে এবারও কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা। তারই মধ্য়ে কলকাতার মান রেখেছে মাত্র ১০ জন। অর্থাৎ, প্রথম দশের মধ্যে থেকে কলকাতার মান রেখেছে ১০ জন কৃতী। ৪৯৬ নম্বর পেয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে পাঠভবনের রহিন সেন। এই স্কুলেরই রণদীপ ঠাকুর পেয়েছে ৪৯৩। যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছে সে। এদিকে, দশম স্থানে থাকা ৬৯ জনের মধ্যে রয়েছে কলকাতার ২ জন। কিন্তু, কলকাতায় জেলাভিত্তিক ফল কেমন হল ? দেখে নেওয়া যাক কলকাতা জেলাওয়াড়ি মেধাতালিকা। 

কলকাতার মেধাতালিকা (Merit List)-

রোহিন সেন - পাঠভবন- ৪৯৬রণদীপ ঠাকুর - পাঠভবন - ৪৯৩কাজী সামিম আহসান - বালিগঞ্জ গভ হাইস্কুল - ৪৯২অয়ন বিশ্বাস - নর্মদা হাই স্কুল - ৪৯১সৌভিক দাস - চেতলা বয়েজ হাই স্কুল - ৪৯১স্বাগতম গোস্বামী - নব নালন্দা হাই স্কুল - ৪৯১অভিনন্দন মুখার্জি - স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠ - ৪৯০স্বাতী শুক্লা - খালসা হাই স্কুল - ৪৯০সঞ্জনা পান্ডে- ন্যাশনাল হাই স্কুল (শরৎ বোস রোড ক্যাম্পাস) - ৪৮৯আদিত্য় সাহা - পাঠ ভবন - ৪৮৯সত্যতপা জানা - পাথফাইন্ডার এইচএস পাবলিক স্কুল - ৪৮৮ মহ আসিফ - এম জি রুংটা অ্যাকাডেমি - ৪৮৮অনীসা দেবনাথ - কমলা গার্লস - ৪৮৮অভীক প্রধান - টেকনো ইন্ডিয়া গ্রুপ অ্যাকাডেমি - ৪৮৭অদিতি সিং- মারওয়াড়ি বালিকা বিদ্য়ালয় - ৪৮৭ তমোঘ্ন চৌধুরী - যোধপুর পার্ক বয়েজ হাই স্কুল  - ৪৮৭প্রিয়াংশু ঘোষ - যোধপুর পার্ক বয়েজ হাই স্কুল  - ৪৮৭মহ বেলাল - ক্যালকাটা মাদ্রাসা এ পি ডিপাট - ৪৮৭রাজশ্রী জয়রামন - কারমেল হাই স্কুল - ৪৮৭মেঘাদ্রি দেবনাথ - মুকুল বোস মেমরিয়াল ইনস্টিটিউশন - ৪৮৭মহম্মদ হামজা আখতার- খালসা ইংলিশ হাই স্কুল- ৪৮৭সাগর আগরওয়াল-শ্রী জৈন বিদ্যালয়- ৪৮৬অর্পণ কুমার ঠাকুর-যাদবপুর বিদ্যাপীঠ-৪৮৬অম্লান পাত্র-যোধপুর পার্ক বয়েজ হাই স্কুল-৪৮৬সৃঞ্জয় সোম-যাদবপুর বিদ্যাপীঠ-৪৮৬দেবাংশু মিত্র-পাঠভবন-৪৮৬সৃঞ্জয় দাস-নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল-৪৮৬মাধুরীসুধা সরকার-যোধপুর পার্ক গার্লস হাই স্কুল-৪৮৬অনুরাগ দে-টাকি হাউস(গভঃ স্পনসরড) মাল্টিপারপাস স্কুল ফুর বয়েজ-৪৮৫অস্মিতা গাঙ্গুলি-পাঠভবন-৪৮৫সানন্দা রায়চৌধুরী-বেথুন কলেজিয়েট স্কুল-৪৮৫বনশিখা খেতন-কারমেল হাই স্কুল-৪৮৫সৃঞ্জয়ী বসু-পাঠভবন-৪৮৫