কলকাতা: আজ, ১০ জুন, প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২২-এর ফলাফল (WB HS Result 2022)। এবারের মেধাতালিকায় নাম উঠেছে বাঁকুড়ার (Bankura) সোমনাথ পালের (Somnath Pal)। প্রত্যেকবারের মতো এবারেও দুর্দান্ত ফল করেছে বাঁকুড়া।


পঞ্চম স্থানে সোমনাথ পাল


যৌথভাবে পঞ্চম স্থান অধিকার করেছে সোমনাথ পাল। বাঁকুড়া গোয়েঙ্কা হাইস্কুলের ছাত্রের প্রাপ্ত নম্বর ৪৯৪। দুর্দান্ত ফলের পর কী বলছে সোমনাথ? 'এতটা আশা করিনি তবে ভাল ফল হবে ভেবেছিলাম। খুব ভাল লাগছে।'


প্রাইভেট টিউশন পড়ত সোমনাথ? 'বাংলা, ইতিহাস একজন স্যরের কাছে পড়তাম। সংস্কৃত, ইংরেজি এগুলো এক জায়গায় পড়তাম।' 


এরপর ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, ভূগোল নিয়ে পড়াশোনা করতে চায় সোমনাথ। 'ভূগোল অনার্স পড়ে শিক্ষকতার পেশায় যেতে চাই,' বলছেন সোমনাথ। 


 



কলাবিভাগের ছাত্র সোমনাথ একাদশ ও দ্বাদশে ইতিহাস, দর্শন, ভূগোল ও সংস্কৃত, এই কম্বিনেশনে পড়াশোনা করেছে। দিনে যতটা সময় পাওয়া যেত ততটাই মন দিয়ে পড়ত সে। দিনে ১০-১২ ঘণ্টা পড়ার সময় পেত না সোমনাথ। সমস্ত বইপত্র কেনার সামর্থ্য সোমনাথের পরিবারের নেই। ফলে বাড়ির সামনে রামকৃষ্ণ মিশন থেকে বই নিয়ে এসে পড়াশোনা করেছে সে। 


সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন wb12.abplive.com-এ 


উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন - https://wb12.abplive.com


আরও পড়ুন: WB HS Results Toppers: ডিফেন্সে যোগ দেওয়ার স্বপ্ন অষ্টম সৌভিকের


আগামী বছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে?


উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আজ ফলপ্রকাশের পাশাপাশি আগামী বছরের পরীক্ষাসূচিও ঘোষণা করেন। তিনি জানান যে, চলতি বছর করোনা অতিমারির কথা মাথায় রেখে হোম সেন্টারে পরীক্ষা হয়েছিল। বিশেষ পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আগামী বছর এই নিয়মে পরীক্ষা হবে না। বরং আগের নিয়মেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম ভেন্যুতে হবে না। যেভাবে পরীক্ষার্থীদের অন্য স্কুলে সিট পড়ত, সেভাবেই হবে।