WB HS Results 2023 LIVE: উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়কার, সার্বিক পাসের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর
WB HS Results 2023 Live Updates: এবার মাধ্যমিকের তুলনায় উচ্চমাধ্যমিকে দেড় লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছেন। ২৪ মে বেলা ১২টায় উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করবে সংসদ।
প্রকাশিত হল এবছরের উচ্চমাধ্যমিকের ফল। পাসের হার ৮৯.২৫ শতাংশ। প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। দ্বিতীয় স্থানে ২ জন। যৌথভাবে তৃতীয় ৪ জন। পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবেন ৩১ মে।
আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে এল প্রায় এক মাস। সেই সঙ্গে বদল হল পরীক্ষার সময়েও। অন্যদিকে, একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার যাবতীয় দায়িত্ব দেওয়া হল স্কুলের হাতে। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিনই ২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়কার। সার্বিক পাসের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। দশম স্থানে কলকাতা। প্রথম ৬টি স্থানে থাকা ২৭ জনের মধ্যে নেই কলকাতার কোনও পড়ুয়া। সপ্তম, অষ্টম ও নবম স্থানে কলকাতার ৩ প্রতিনিধি।
পরিবারে আর্থিক স্বচ্ছলতা নেই। দাঁতে দাঁত চেপে লড়াইয়ে মিলল সাফল্য। উচ্চমাধ্যমিকে যৌথভাবে তৃতীয় হয়েছেন তমলুকের চন্দ্রবিন্দু ও আলিপুরদুয়ারের পিয়ালি দাস। আর্থিক বাধাকে জয় করার পর এই দুই কৃতীই চান এবার নিজেদের স্বপ্নপূরণ করতে।
একজন পঞ্চম, একজন সপ্তম। উচ্চ মাধ্যমিকের ফল হাতে পেতেই এই পরিবারে খুশির পরিমাণ দ্বিগুণ। হুগলির আরামবাগের কাপশিটের কুণ্ডু পরিবার। এই বছর এই পরিবারের দুই সন্তান উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। ফল বেরতে দেখা গেল দুইজনেরই নাম উঠেছে মেধাতালিকায়। একজন সারা রাজ্যের মধ্যে পঞ্চম হয়েছেন, আর একজন সারা রাজ্যের মধ্যে সপ্তম।
উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়কার। প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু। যুগ্ম দ্বিতীয় বাঁকুড়ার সুষমা, উত্তর দিনাজপুরের আবু সামা। তৃতীয় স্থানে ৪ কৃতী।
লড়াইয়ের আর এক নাম যেনো চন্দ্রবিন্দু। দারিদ্রতা থামাতে পারেনি তার লড়াই।বাবা মায়ের সাথে কাধে কাধ মিলিয়ে ছোট্ট খাওয়ার দোকান সামলে করতো পড়াশোনা।সেই কষ্টই দেখালো সাফল্যের পথ।রাজ্যে তৃতীয় স্থান অধিকার করলো তমলুকের হ্যামিল্টন হাই স্কুলের ছাত্র চন্দ্রবিন্দু মাইতি।
উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানা যাচ্ছে https://bengali.abplive.com-এ
উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন, গতবছর ছিলেন ২৭২ জন। মেধাতালিকায় প্রথম দশে হুগলি থেকে ১৮ জন
পরের বছর উচ্চমাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি
‘৫৭ দিনের মাথায় ফলপ্রকাশ। এবার সাড়ে ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী। এই প্রথমবার মার্কশিটে QR কোড ব্যবহার করা হয়েছে। ছাত্রদের তুলনায় ১.২৭ লক্ষ ছাত্রীর সংখ্যা বেশি’
উচ্চমাধ্যমিকের রেজাল্ট আউট। উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার, প্রাপ্ত নম্বর ৪৯৬। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। উচ্চমাধ্যমিকে দ্বিতীয় ২ জন, প্রাপ্ত নম্বর ৪৯৫। দ্বিতীয় বাঁকুড়ার সুষমা খান ও উত্তর দিনাজপুরের আবু সামা,উচ্চমাধ্যমিকে তৃতীয় ৪ জন, প্রাপ্ত নম্বর ৪৯৪। তৃতীয় তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনসূয়া সাহা। তৃতীয় আলিপুরদুয়ারের পিয়ালি দাস, বালুরঘাটের শ্রেয়া মল্লিক।
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। তার মধ্যে সিংহভাগই পেলেন মাঝারি নম্বর। এবার উচ্চমাধ্যমিকেও মধ্য মেধার দাপট।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী, প্রথম দশে রয়েছথেন ৮৭ জন পড়ুয়া। কিন্তু তাঁদের মধ্যে কলকাতার প্রতিনিধি মাত্র ৩। সব থেকে বেশি পড়ুয়া রয়েছে হুগলির ১৮জন
দুই ভাইবোনের মধ্যে ২ নম্বরের তফাত। উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় নাম তুলে কুণডু পরিবারের মুখ উজ্জ্বল করল তারা। হুগলির আরামবাগের কাপশিট হাইস্কুলের কৌস্তুভ ও কৌশিকীকে নিয়ে গর্বিত পরিবার।
উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন, গতবছর ছিলেন ২৭২ জন। মেধাতালিকায় প্রথম দশে হুগলি থেকে ১৮ জন
পরের বছর উচ্চমাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি। দুপুর ১২ থেকে ৩.২৫ পর্যন্ত পরীক্ষা
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। পাসের হার ৮৯.২৫ শতাংশ। পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। দশম স্থানে রয়েছে কলকাতা। হুগলি থেকে সবথেকে বেশি ১৮ জন রয়েছেন মেধা তালিকায়।
এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। পার্সেন্টেজ ৯৯.২। তিনি বলেন, 'পড়াশোনাকে প্যাশন করেছি, ভবিষ্যতে অর্থনীতি নিয়েই পড়ব'
IFS অফিসার হতে চান উচ্চমাধ্যমিকে পঞ্চম ঋষিতা, ফাঁস করলেন পড়াশোনার টিপস
এবার পাসের হার ৮৯.২৫ শতাংশ। ছেলের পাসের হার ৯১.৮৬ শতাংশ, মেয়েদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। পাসের হারের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি।প্রথম বিভাগে উত্তীর্ণ ৩৮ শতাংশের বেশি।
এবিপি আনন্দে রেজাল্ট দেখতে ক্লিক করুন- https://bengali.abplive.com/exam-results/wb-hs-result-5f0816fb93408.html
২০২৩-২৪ সালের একাদশের বার্ষিক পরীক্ষার দায়িত্ব থাকবে স্কুলগুলির উপর। পরের বছর উচ্চমাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি।
উচ্চমাধ্যমিকে তৃতীয় ৪ জন, প্রাপ্ত নম্বর ৪৯৪
তৃতীয় চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনসূয়া সাহা
তৃতীয় চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনসূয়া সাহা
তৃতীয় আলিপুরদুয়ারের পিয়ালি দাস, বালুরঘাটের শ্রেয়া মল্লিক
উচ্চমাধ্যমিকে দ্বিতীয় ২ জন, প্রাপ্ত নম্বর ৪৯৫, দ্বিতীয় বাঁকুড়ার সুষমা খান ও উত্তর দিনাজপুরের আবু সামা
উচ্চমাধ্যমিকের রেজাল্ট আউট। উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার, প্রাপ্ত নম্বর ৪৯৬। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার
উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন, গতবছর ছিলেন ২৭২ জন। মেধাতালিকায় প্রথম দশে হুগলি থেকে ১৮ জন
উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন, গতবছর ছিলেন ২৭২ জন
মেধাতালিকায় প্রথম দশে হুগলি থেকে ১৮ জন
উচ্চমাধ্যমিকে তৃতীয় তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস, প্রাপ্ত নম্বর ৪৯৪
উচ্চমাধ্যমিকে চতুর্থ বালুরঘাটের সৃজিতা বসাক, নরেন্দ্রপুরের নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৪৯৩
উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন, গতবছর ছিলেন ২৭২ জন। মেধাতালিকায় প্রথম দশে হুগলি থেকে ১৮ জন । উচ্চমাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার, প্রাপ্ত নম্বর ৪৯৬। উচ্চমাধ্যমিকে দ্বিতীয় বাঁকুড়ার সুষমা পাল, উত্তর দিনাজপুরের আবু সামা
উচ্চ মাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
আগামী বছর ২০২৪ এর উচ্চ মাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি - শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষার সময়- দুপুর ১২ থেকে ৩.১৫ পর্যন্ত
প্রথম বিভাগে উত্তীর্ণ ৩৮ শতাংশের বেশি। উর্দুতে প্রথম কলকাতার মহম্মদ আসাদ। নেপালিতে প্রথম স্নেহা নেপাল। সাঁওতালিতে প্রথম ৩ জন।
‘পাসের হারের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি’
‘ছাত্রদের তুলনায় ১.২৭ লক্ষ ছাত্রীর সংখ্যা বেশি। এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪’
‘ছাত্রদের তুলনায় ১.২৭ লক্ষ ছাত্রীর সংখ্যা বেশি। এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪’
ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি উচ্চ মাধ্যমিক পরীক্ষায়।এই প্রথমবার মার্কশিটে QR কোড ব্যবহার করা হয়েছে
‘এবার নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে, কোথাও টোকাটুকি হয়নি। ৫৭ দিনের মাথায় ফলপ্রকাশ। এবার সাড়ে ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী। সকলেই খুশি। অভিনন্দন সকলকে।' জানালেন পর্ষদ সভাপতি
রেওয়াজ ভেঙে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা মাধ্য়মিকের থেকে প্রায় ১.৫ লক্ষ বেশি। ফল প্রকাশ করল পর্ষদ
আজ প্রকাশিত হচ্ছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। বেলা ১২.৩০ থেকে দেখা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে । আজই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকে প্রথম ১০ জনের মেধাতালিকা। উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানা যাবে https://bengali.abplive.com-এ
পরীক্ষার্থীর সংখ্য়ায় বেনজিরভাবে মাধ্যমিককে টপকে গেছে উচ্চমাধ্যমিক। এবার মাধ্যমিকের তুলনায় উচ্চমাধ্যমিকে দেড় লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছেন।
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। গতবারের থেকে সংখ্যাটা ১ লক্ষেরও বেশি। মার্কশিট মিলবে ৩১ মে। পরীক্ষা শেষের ৫৮ দিনের মাথায় এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে।
আর কয়েক ঘণ্টা পরেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। বেলা সাড়ে ১২টা থেকে এবিপি আনন্দর ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
আজ প্রকাশিত হবে উচ্চমাধমিকের ফল। বেলা ১২টায় ফলপ্রকাশ। সাড়ে ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
আজ প্রকাশিত হবে উচ্চমাধমিকের ফল। বেলা ১২টায় ফলপ্রকাশ। সাড়ে ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
প্রথম দশ জনের মেধাতালিকা প্রকাশ করা হবে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মার্কশিট মিলবে ৩১ মে।
এবছর, উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৪ মার্চ। ৬০টি বিষয়ের পরীক্ষা শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষায় বসে প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। গতবারের থেকে এই সংখ্যা ছিল ১ লক্ষেরও বেশি। পরীক্ষা শেষের ৫৮ দিনের মাথায় ফল প্রকাশিত হচ্ছে।
মাধ্যমিকের মতো, উচ্চমাধ্যমিকেও পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। সাড়ে ১২টা থেকে ফল জানা যাবে bengali.abplive.com-এ। রোল নম্বর দিলেই রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা।
মাধ্যমিকের মতো, উচ্চমাধ্যমিকেও পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। সাড়ে ১২টা থেকে ফল জানা যাবে bengali.abplive.com-এ। রোল নম্বর দিলেই রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা।
আজ প্রকাশিত হবে উচ্চমাধমিকের ফল। বেলা ১২টায় ফলপ্রকাশ। সাড়ে ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
প্রেক্ষাপট
কলকাতা : উচ্চমাধ্যমিকের (Higher Secondary) রেজাল্ট (Result) আউট। ৫৭ দিনের মাথায় ফলপ্রকাশ। এবার সাড়ে ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী। এই প্রথমবার মার্কশিটে QR কোড ব্যবহার করা হয়েছে। ছাত্রদের তুলনায় ১.২৭ লক্ষ ছাত্রীর সংখ্যা বেশি। এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪।
উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার, প্রাপ্ত নম্বর ৪৯৬। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। উচ্চমাধ্যমিকে দ্বিতীয় ২ জন, প্রাপ্ত নম্বর ৪৯৫। দ্বিতীয় বাঁকুড়ার সুষমা খান ও উত্তর দিনাজপুরের আবু সামা। উচ্চমাধ্যমিকে তৃতীয় ৪ জন, প্রাপ্ত নম্বর ৪৯৪। তৃতীয় চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনসূয়া সাহা। তৃতীয় আলিপুরদুয়ারের পিয়ালি দাস, বালুরঘাটের শ্রেয়া মল্লিক।
মাধ্যমিকের মতো, উচ্চমাধ্যমিকেও পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। সাড়ে ১২টা থেকে ফল জানা যাবে bengali.abplive.com-এ। রোল নম্বর দিলেই রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা।
এবছর, উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৪ মার্চ। ৬০টি বিষয়ের পরীক্ষা শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষায় বসে প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। গতবারের থেকে এই সংখ্যা ছিল ১ লক্ষেরও বেশি। পরীক্ষা শেষের ৫৮ দিনের মাথায় ফল প্রকাশিত হচ্ছে।
প্রথম দশ জনের মেধাতালিকা প্রকাশ করা হবে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মার্কশিট মিলবে ৩১ মে।
এবার যারা উচ্চমাধ্যমিক দিয়েছে, করোনাকালে তারা মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষাই তাদের কাছে কার্যত প্রথম বড় পরীক্ষা।
সেই পরীক্ষার ফলে অপেক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -