কলকাতা: মাধ্যমিকে পাশের হারে পিছোল মেয়েরা (WB Madhyamik Results 2022)। এ বছর মোট ১১ লক্ষ পড়ুয়া পরীক্ষায় বসেন (Pass PErcentage)। এর মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১১ শতাংশ বেশি ছিল, যা প্রায় ১ লক্ষ ২০ হাজার। তার মধ্যে এ বারে ছেলেদের পাশের হার ৮৬.৬০ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৫ শতাংশ (Girl Students)।
মাধ্যমিকের ফল প্রকাশিত
এ বার মাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায়। পরীক্ষা দিয়েছেন প্রায় ১১ লক্ষ পড়ুয়া। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১১ শতাংশ বেশি। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজারের বেশি। এবছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পংয়ে ৯৪.৭১, পশ্চিম মেদিনীপুর ৯৪.৬২ এবং কলকাতায় পাশের হার ৯৪.৩৬ শতাংশের বেশি।
আরও পড়ুন: Madhyamik Results 2022 : এবারও পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর
উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯১.৯৮ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার ৮৯.০৮ শতাংশ, ঝাড়গ্রামে পাশের হার ৯২.৫৯ শতাংশ। এবারের পরীক্ষায় পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন।
বারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। এ বছর পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। এ বারে অষ্টম স্থানাধিকারীর সংখ্যা ২২ জন। নবম স্থানে রয়েছে ১৫ জন পড়ুয়া। ৪০ জন রয়েছে দশম স্থানে।
সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন https://wb10.abplive.com-এ
সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন wb10.abplive.com-এ
মাধ্যমিকের ফলাফল দেখুন - https://wb10.abplive.com
কারও ফলাফল অসম্পূর্ণ নেই
এ বারের পরীক্ষায় পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এ বারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। এবছর পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। ছাত্রদের পাশের হার ৮৮.৫৯ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৫ শতাংশ। স্ক্রুটিনির জন্য সময় দেওয়া হচ্ছে ১৫ দিন। ২০২৩-এর মাধ্যমিক শুরু ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ৪ মার্চ।