কলকাতা: ৩ জুন ২০২২ সালের মাধ্যমিকের ফল বেরতে চলেছে। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সরকারি ওয়েবসাইট ছাড়াও এবিপি আনন্দের ওয়েবসাইট থেকেও জানা যাবে রেজাল্ট 


ওয়েবসাইটে ফল:
সরকারি ওয়েবসাইটে মাধ্যমিকের ফল দেখা যাবে। তার পাশাপাশি এবিপি আনন্দের ওয়েবসাইটেও সহজেই দেখা যাবে মাধ্যমিকের ফল।
 
কোন ওয়েবসাইটে দেখবেন:
http://abpananda.abplive.in


এই ওয়েবসাইটে গিয়েই পরীক্ষার্থীরা বা পরীক্ষার্থীর অভিভাবকরা ফল দেখতে পাবেন। কীভাবে দেখা যাবে? দেখে নিন এখনই


পদ্ধতি কী?



  • প্রথমেই http://abpananda.abplive.in- যান।

  • সেখানে একদম উপরে একাধিক খবরের বিভাগ দেখতে পাবেন।

  • সেখানেই একদম ডানদিকে একটি বিভাগ রয়েছে, 'অন্যান্য' নামে।

  • সেখানে মাউসের কারসার নিয়ে যান। নিয়ে গেলেই একটি ড্রপ-ডাউন বক্স খুলবে।

  • সেখানে একাধিক বিভাগ দেখতে পাবেন। ওই তালিকায় একদম নীচ থেকে তিন নম্বর অপশন রয়েছে মাধ্যমিকের রেজাল্ট। সেখানে ক্লিক করুন।

  • ক্লিক করার পরেই একটি পেজ খুলবে। সেখানে মাধ্যমিকের রোল নম্বর লেখার একটি জায়গা পাবেন।

  • অ্যাডমিট কার্ড দেখে রোল নম্বরটি সেখানে লিখুন। ওই পেজেই যা যা তথ্য দিতে হবে তা রয়েছে। সেই তথ্যগুলি দিন। তারপর ক্লিক করলেই মিলবে ওই পরীক্ষার্থীর মাধ্যমিকের ফল। 


এছাড়া এবিপি আনন্দের ওয়েবসাইটের একটি লিঙ্ক থেকে সরাসরি এই পেজে আসতে পারবেন আপনি। 
কোন লিঙ্ক:
wb10.abplive.com


এই লিঙ্কেই ক্লিক করে সরাসরি যে পেজ খুলবে সেখান থেকে মাধ্যমিকের ফল জানা যাবে। মাধ্যমিকের অ্যাডমিটের রোল নম্বর দিয়ে এবং যা যা তথ্য চাইছে তা দিয়ে ক্লিক করলেই মিলবে ফল।   


সকাল ৯টায় মাধ্যমিকের ফলপ্রকাশের পরে, সকাল দশটা থেকে অনলাইনে মাধ্যমিকের ফল দেখা যাবে। চলতি বছরের মার্চের সাত তারিখ শুরু হয়েছিল মাধ্যমিক। ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছিল।

আরও পড়ুুন: শুক্রবার কখন, কীভাবে দেখবেন মাধ্যমিকের ফলাফল?


Education Loan Information:

Calculate Education Loan EMI