WB Madhyamik Results 2022 LIVE: মাধ্যমিকের ফলে জেলার জয়জয়কার, প্রথম দশের মেধা তালিকায় ১১৪ জন
West Bengal Madhyamik Result 2022: আজই মাধ্যমিকের ফল বেরোতে চলেছে। ফলপ্রকাশের বিজ্ঞপ্তি সোমবারই প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এদিন সকাল ৯টা সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ মধ্যশিক্ষা পর্যদের।
১০ জন সপ্তম স্থান অধিকার করেছেন। কোচবিহারের অনন্য দেব সপ্তম স্থান অধিকার করেছেন। বালুরঘাট হাইস্কুলের সৌগত ঘোষ সপ্তম স্থান অধিকার করেছেন। মেদিনীপুরের রনিত সাউ সপ্তম স্থান অধিকার করেছেন। বাঁকুড়ার সিঞ্চন দত্ত ৬৮৭ পেয়ে সপ্তম স্থান অধিকার করেছেন।
ষষ্ঠ স্থান অধিকার করেছেন ৬ জন। হুগলির নিরুপম দাস ৬৮৮ পেয়ে ষষ্ঠ। আরামবাগের সম্পূর্ণা নন্দী ৬৮৮ পেয়ে ষষ্ঠ। আসানসোলের সৈকতকুমার গঙ্গোপাধ্যায় ৬৮৮ পেয়ে ষষ্ঠ। পূর্ব মেদিনীপুরের প্রতীক মাইতি ৬৮৮ পেয়ে ষষ্ঠ।
পঞ্চম স্থান অধিকার করেছেন ১১ জন। বর্ধমান বিদ্যার্থী ভবনের সাবিনা ইয়াসমিন পঞ্চম স্থানাধিকারী। ঝাড়গ্রামে পৌলমী বেরা ৬৮৯ পেয়ে পঞ্চম।
৬৯০ পেয়ে চতুর্থ অভিষেক গুপ্ত। শ্রুতর্ষি ত্রিপাঠি কলকাতার পাঠভবন স্কুলে ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছেন।
দ্বিতীয় হয়েছেন কৌশিকী সরকার ও রৌনক মণ্ডল। মালদা গাজোলের আদর্শবাণী হাইস্কুলের কৌশিকী পেয়েছেন ৬৯২। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের রৌনক পেয়েছেন ৬৯২
মাধ্যমিকে প্রথম হয়েছেন ২ জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই। বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম। অর্ণব ও রৌনক পেয়েছেন ৬৯৩।
এবারের মাধ্যমিকে পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় ফল প্রকাশ করা হল। পরীক্ষা শুরু হয়েছিল গত ৭ মার্চ। পরীক্ষা শেষ হয়েছে গত ১৬ মার্চ।
উত্তর ২৪ পরগনায় পাসের হার ৯১.৯৮%। দক্ষিণ ২৪ পরগনায় পাসের হার ৮৯.০৮%
কালিম্পং, পশ্চিম মেদিনীপুর ও কলকাতায় পাসের হার ৯৪ শতাংশের বেশি।
পাসের হার সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। ওই জেলায় পাসের হার ৯৭ দশমিক ৬৩ শতাংশ।
এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল প্রায় ১১ লক্ষ। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ছিল ১১ শতাংশ বেশি। পাস করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। পাসের হার ৮৬ দশমিক ৬ শতাংশ। ছাত্রদের পাসের হার ৮৮ দশমিক ৫৯ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৮৫ শতাংশ।
আগামী বছর ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা। দ্বিতীয় ভাষার পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি। ২৫ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা হবে। ২৭ ফেব্রুয়ারি হবে ইতিহাস পরীক্ষা। জীবনবিজ্ঞান পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি। ২ মার্চ হবে অঙ্ক পরীক্ষা। ৩ মার্চ ভৌতবিজ্ঞানের পরীক্ষা হবে। ৪ মার্চ হবে ঐচ্ছিক পরীক্ষা।
আগামী বছর, ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা চলবে ৪ মার্চ পর্যন্ত।
৬৯৩ নম্বর পেয়ে এবার মাধ্যমিকে প্রথম হয়েছে রৌনক মণ্ডল ও ৬৮৪ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে সৌনক বন্দ্যোপাধ্যায়। দুই জনেই বর্ধমান সিএমএসের ছাত্র।
স্বামী দিব্যনিষ্ঠানন্দর মতে, "এখনকার সিলেবাস অনুযায়ী খুঁটিয়ে পড়তে হবে। সাফল্যের চাবিকাঠি তার কাছে তত বেশিভাবে ধরা দেবে। বই যারা পুঙ্খনাপুঙ্খভাবে পড়ছে তাদেরই সাফল্য আসছে। এছাড়া কোনও পথ নেই।"
মাধ্যমিকে ৬৯৩ নম্বর পেয়ে প্রথম বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব গরাই। কোন পথে এই সাফল্য? কীভাবেই বা স্কুলে গড়ে তোলা হয় ছাত্রদের, তা জানালেন রামহরিপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী দিব্যনিষ্ঠানন্দ। এর পাশাপাশি অর্ণবকে নিয়ে প্রথম থেকেই তাঁরা আশাবাদী ছিলেন বলে জানান তিনি।
শ্রুতর্ষি ত্রিপাঠির বাবা শুভঙ্কর ত্রিপাঠি কলেজের অধ্যক্ষ। শুভঙ্করবাবু বলেন, 'ছেলের পড়াশোনায় আমার থেকেও আমার স্ত্রীর ভূমিকা বেশি ছিল। জীবনের সমস্ত শখ-আহ্লাদ বিসর্জন দিয়ে ছেলেকে নিয়েই থেকেছেন। আমরা অতি সাধারণ জীবন-যাপন করি। আমি সম্ভবত একমাত্র অধ্যক্ষ, যে পাবলিক ভেহিকেলে যাতায়াত করি। আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে।'
আগামী বছর ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা। দ্বিতীয় ভাষার পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি। ২৫ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা হবে। ২৭ ফেব্রুয়ারি হবে ইতিহাস পরীক্ষা। জীবনবিজ্ঞান পরীক্ষা হবে ২৮ ফেব্রুয়ারি। ২ মার্চ হবে অঙ্ক পরীক্ষা। ৩ মার্চ ভৌতবিজ্ঞানের পরীক্ষা হবে। ৪ মার্চ হবে ঐচ্ছিক পরীক্ষা।
'মেধাতালিকায় থাকব বলে আশা করেছিলাম। ৮৫ শতাংশের ওপরে নম্বর পাব আশা করেছিলাম।' বলছেন সম্রাট মণ্ডল।
'অনেকটাই পরিশ্রম করেছি। দিনে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনা করতাম। সর্বোপরি বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম আর স্কুলের শিক্ষকদের সহায়তা, প্রাইভেট টিউটরদের সাহায্য ছিল। তাছাড়া সেলফ স্টাডি যেটা করেছি সেটা খুব সাহায্য করেছে।' বলছে পঞ্চম স্থানাধিকারী সম্রাট মণ্ডল।
এ বারের মাধ্যমিকে জেলার জয়জয়কার। মাধ্যমিকে প্রথম দশে ১১৪ জনের মধ্যে রয়েছে কলকাতার মাত্র একজন পরীক্ষার্থী। আরও তিনজনের সঙ্গে চতুর্থ স্থানে রয়েছে পাঠভবন স্কুলের ছাত্র শ্রুতর্ষি ত্রিপাঠি। তার প্রাপ্ত নম্বর ৬৯০। ৬৯৩ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের ২ ছাত্র।
জীবনের প্রথম বড় পরীক্ষায় অন্যরা যখন নিয়ম মেনে পড়াশোনা করেছে, তখন পড়ুয়াদের ভিড়ে কিছুটা আলাদা মুর্শিদাবাদের পঞ্চম স্থানাধিকারী শুভ্র দত্ত। শুভ্র বলেছে, 'পরিশ্রম বলতে গেলে আমার মন চাইলে আমি পড়তাম। আমার ওপর কোনওদিনও কোনও স্যারের চাপ বা মায়ের চাপ বলে কিছুই ছিল না। আমার কোনও নির্ধারিত পড়ার সময়সূচি ছিল না। কোনওদিন ইচ্ছে করলে আমি সারাদিন পড়তাম, আমার ইচ্ছে না করলে সারাদিন পড়তাম না। ওরকম কিছু নির্দিষ্ট পড়ার সময় বলে কিছু ছিল না।'
৩ জুন প্রকাশিত হল ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রকাশিত হল মেধাতালিকা। প্রথম থেকে দশম স্থান পর্যন্ত তালিকায় রয়েছেন মোট ১১৪ জন।
'প্রথম হব আশা করিনি তবে এক থেকে দশের মধ্যে থাকব সেটা আশা ছিল। খুবই ভাল লাগছে।' প্রতিক্রিয়া মাধ্যমিকে প্রথম হওয়া রৌনক মণ্ডলের।
মেয়েদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন কৌশিকী সরকার। মালদা গাজোলের আদর্শবাণী হাইস্কুলের ছাত্রী তিনি। ৬৯২ নম্বর পেয়ে মেধাতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
'বাবা মা তো আনন্দে আত্মহারা। ভেবেছিলাম প্রথম দশের মধ্যে হব। কিন্তু সপ্তম বা অষ্টম হব ভেবেছিলাম। তালিকার এত উপরের দিকে নাম থাকবে ভাবিনি।' বলছেন শ্রুতর্ষি ত্রিপাঠি।
মাধ্যমিকের মেধাতালিকা অনুযায়ী চতুর্থ স্থানে রয়েছেন কলকাতা শ্রুতর্ষি ত্রিপাঠি। কলকাতার মধ্যে প্রথম স্থানে রয়েছেন তিনি। 'প্রথমে বিশ্বাস করতে পারিনি। এতটা ভাল রেজাল্ট আশা করিনি। হেডমিস্ট্রেস অভিনন্দন জানিয়েছেন।' বলছেন শ্রুতর্ষি।
https://wb10.abplive.com এই ওয়েবসাইটে ক্লিক করে রোল নম্বর ও জন্ম তারিখের সাহায্যে ফল জেনে নিতে পারবেন পরীক্ষার্থীরা।
পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, কলকাতায় পাশের হার ৯৪ শতাংশর বেশি। উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯১.৯৮ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার ৮৯.০৮ শতাংশ। ঝাড়গ্রামে পাশের হার ৯২.৫৯ শতাংশ।
মেধাতালিকার দশম স্থানে রয়েছেন মোট ৪০ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৪।
এই বছরের মেধাতালিকা অনুযায়ী নবম স্থানে রয়েছেন ১৫ জন। তাঁদের মোট প্রাপ্ত নম্বর ৬৮৫।
এই বছরের মাধ্যমিকে অষ্টম স্থানে রয়েছেন ২২ জন। মোট প্রাপ্ত নম্বর ৬৮৬।
প্রকাশিত হল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরুর তারিখ। ২০২৩ সালের মাধ্যমিক শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ৪ মার্চ।
এই বছর মাধ্যমিকে সপ্তম স্থানে রয়েছেন ১০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৭।
৬৮৮ নম্বর পেয়ে নিরুপম দাশ, সম্পূর্ণা নন্দী, শ্রীজিতা গোস্বামী, সৈকত কুমার গঙ্গোপাধ্যায়, সমতাপ নীলা, প্রতীপ মাইতি, ষষ্ঠ স্থানে রয়েছেন।
৬৮৯ নম্বর পেয়ে ১১ জন পঞ্চম স্থানে রয়েছেন। সৌহার্দ্য সিনহা, দেবদত্ত কুণ্ডু, ধ্রুবজিৎ সাহা, আরমান ইস্তেয়াক আলি, অব্জিনী সাহা, অনিন্দ্য সাহা, সামিয়া ইয়াসমিন, জেনিফার রানা, পৌলমী বেড়া, শুভ্র দত্ত, সম্রাট মণ্ডল পঞ্চম স্থানে রয়েছেন।
৬৯০ নম্বর পেয়ে চতুর্থ অভিষেক গুপ্ত, অভীক দাশ, সাগ্নিক কুমার দে। শ্রুতর্ষি ত্রিপাঠি কলকাতার পাঠভবন স্কুলে ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছেন।
এবারের মাধ্যমিকে অনন্যা দাশগুপ্ত হয়েছেন তৃতীয়।
দ্বিতীয় হয়েছেন কৌশিকী সরকার ও রৌনক মণ্ডল। নম্বর পেয়েছেন ৬৯১।
এই বছর প্রথম হয়েছেন ২ জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই। বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম। নম্বর পেয়েছেন ৬৯৩।
এবারের পরীক্ষায় পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। এবছর পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ।
এবছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ।
এবার মাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায়। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজারের বেশি।
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। সকাল ৯টায় ফলঘোষণা করবেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সকাল ১০টা থেকেই ফল জানা যাবে অনলাইনে।
পর্ষদ সূত্রে দাবি, গতবছর পরীক্ষা না দিয়েও ১০০ শতাংশ পাশ করায় এবার পরীক্ষায় বসার দেদার আবেদনপত্র জমা পড়ে।
প্রশাসন সূত্রে খবর, এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে থেকেই স্পর্শকাতর এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা।
করোনার জেরে ২০২১-এ মাধ্যমিক পরীক্ষা হয়নি। কার্যত দু’বছর পর এ বছর অফলাইনে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, পরীক্ষা শুরু হয়েছিল সকাল ১১টা ৪৫-এ। পরীক্ষা চলছিল দুপুর ৩টে পর্যন্ত।
এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯। আর ছাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন।
আজ সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফলপ্রকাশ করবে।
https://wb10.abplive.com এই ওয়েবসাইটে ক্লিক করে রোল নম্বর ও জন্মতারিখের সাহায্যে ফল জেনে পারবে পরীক্ষার্থীরা
সকাল দশটা থেকে ফল দেখা যাবে https://wb10.abplive.com এই ওয়েবসাইটে।
আজ সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফলপ্রকাশ করবে।
প্রেক্ষাপট
কলকাতা: আজ, মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2022) ফলপ্রকাশ (WB Madhyamik Board Result 2022)। সকাল ৯টায় ফল ঘোষণা। সকাল ১০টা থেকে ওয়েবসাইটে মিলবে ফল। বিজ্ঞপ্তি দিয়ে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। ফল দেখা যাবে এবিপি আনন্দর (ABP Ananda Website) ওয়েবসাইটে। পরীক্ষা শেষের আড়াই মাসের মধ্যেই বেরোচ্ছে রেজাল্ট।
৩০ মে মধ্য়শিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। সোমবার দুপুরের পর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ৩ জুন, শুক্রবার সকাল নটায় সাংবাদিক সম্মেলন করে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, প্রথম দশ জনের মেধতালিকা প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।
কখন রেজাল্ট দেখা যাবে?
সকাল ৯টায় মাধ্যমিকের ফলপ্রকাশের পরে, সকাল দশটা থেকে অনলাইনে মাধ্যমিকের ফল দেখা যাবে।
কোন ওয়েবসাইটে ফল:
www.wbbse.wb.gov.in
http://wbresults.nic.in
http://abpananda.abplive.in
চলতি বছরের মার্চের সাত তারিখ শুরু হয়েছিল মাধ্যমিক। ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -