WB Madhyamik Results 2022 LIVE: মাধ্যমিকের ফলে জেলার জয়জয়কার, প্রথম দশের মেধা তালিকায় ১১৪ জন

West Bengal Madhyamik Result 2022: আজই মাধ্যমিকের ফল বেরোতে চলেছে। ফলপ্রকাশের বিজ্ঞপ্তি সোমবারই প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এদিন সকাল ৯টা সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ মধ্যশিক্ষা পর্যদের।

abp ananda Last Updated: 03 Jun 2022 06:34 PM

প্রেক্ষাপট

কলকাতা: আজ, মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2022) ফলপ্রকাশ (WB Madhyamik Board Result 2022)। সকাল ৯টায় ফল ঘোষণা। সকাল ১০টা থেকে ওয়েবসাইটে মিলবে ফল। বিজ্ঞপ্তি দিয়ে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। ফল দেখা...More

WBBSE Madhyamik Results 2022: ১০ জন সপ্তম স্থান অধিকার করেছেন

১০ জন সপ্তম স্থান অধিকার করেছেন। কোচবিহারের অনন্য দেব সপ্তম স্থান অধিকার করেছেন। বালুরঘাট হাইস্কুলের সৌগত ঘোষ সপ্তম স্থান অধিকার করেছেন। মেদিনীপুরের রনিত সাউ সপ্তম স্থান অধিকার করেছেন। বাঁকুড়ার সিঞ্চন দত্ত ৬৮৭ পেয়ে সপ্তম স্থান অধিকার করেছেন।