কলকাতা: এ বারের মাধ্যমিকে জেলার জয়জয়কার (WB Madhyamik Results 2022)। মাধ্যমিকে প্রথম দশে ১১৪ জনের মধ্যে রয়েছে কলকাতার মাত্র একজন পরীক্ষার্থী (Kolkata News)। আরও তিনজনের সঙ্গে চতুর্থ স্থানে রয়েছে পাঠভবন স্কুলের ছাত্র শ্রুতর্ষি ত্রিপাঠি (Shrutarshi Tripathi)।  তার প্রাপ্ত নম্বর ৬৯০। ৬৯৩ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের ২ ছাত্র।    


কলকাতা থেকে মেধাতালিকায় মাত্র এক পড়ুয়া


শুক্রবার সকালে ২০২২-এর মাধ্যমিক পরীক্ষা" href="https://bengali.abplive.com/topic/wb-madhyamik/amp" data-type="interlinkingkeywords">মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। সেই তালিকায় পাঠভবনের ছাত্র শ্রুতর্ষিই চতুর্থ স্থান দখল করেছে। প্রথম থেকে দশম স্থান পর্যন্ত মোট ১১৪ জন পড়ুয়ার নাম রয়েছে মেধাতালিকায়। তার মধ্যে কলকাতা থেকে একমাত্র শ্রুতর্ষিই জায়গা পেয়েছে। 



নিজের সাফল্য নিয়ে শ্রুতর্ষি বলে, "খুবই ভাল লাগছে। সকালে টিভি চালিয়েছিলাম। তখনই জানতে পারলাম যে চতুর্থ হয়েছি। প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। এতখানি আশআ করিনি। পাশেই বসেছিল বাবা। মা তখন ঠাকুরঘরে পুজো করছিলেন। স্কুলের প্রধান শিক্ষিকা ফোন করেছিলেন।" এর আগে টেস্ট পরীক্ষাও ভালই দিয়েছিলেন শ্রুতর্ষি। কিন্তু স্কুলের তরফে নম্বর প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে সে। 


জেলার কাছে সেই পিছিয়েই কলকাতা


শ্রুতর্ষি জানিয়েছে, প্রথম দশে থাকবে বলে আশাবাদী ছিলই সে। তবে সপ্তম অথবা অষ্টম স্থানে থাকবে বলে আশা করেছিল। একেবারে চতুর্থ হবে, তা কল্পনাও করতে পারেনি। 


আরও পড়ুন: WB Madhyamik Results 2022: টেক্সট বই খুঁটিয়ে পড়া, করোনায় অনলাইন ক্লাস, মাধ্যমিকে প্রথম অর্ণবের সাফল্যের চাবিকাঠি


সেই তুলনায় বরাবরের মতো এ বারও জয়জয়কার জেলার। পাশের নিরিখে একেবারে প্রথমে রয়েছে পূর্ব মেদিনীপুর। সেখানে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, কলকাতায় পাশের হার ৯৪ শতাংশর বেশি। উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯১.৯৮ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার ৮৯.০৮ শতাংশ। ঝাড়গ্রামে পাশের হার ৯২.৫৯ শতাংশ।


Education Loan Information:

Calculate Education Loan EMI