কলকাতা: আজ প্রকাশিত হল ২০২২ সালের মাধ্যমিকের ফলাফল (Madhyamik Results 2022)। মেধাতালিকায় রয়েছে মোট ১১৪ জনের নাম। এবার মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায়। পরীক্ষা দিয়েছে প্রায় ১১ লক্ষ পড়ুয়া (Students)। কোন জেলায় কত হল পাশের হার (Passing Percentage)? 


মাধ্যমিকে জেলার জয়জয়কার


এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন প্রায় ১১ লক্ষ পড়ুয়া। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল প্রায় ১১ শতাংশ বেশি। তবে ছাত্রীদের পাশের হার ছাত্রের তুলনায় সামান্য কম। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৯৬১ জন বেশি। 


এবছরও পাশের হারে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। সেখানে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। এরপর দ্বিতীয় স্থানে কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, কলকাতা। এই জেলাগুলিতে পাশের হার ৯৪ শতাংশর বেশি। উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯১.৯৮ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় পাশের হার ৮৯.০৮ শতাংশ। ঝাড়গ্রামে পাশের হার ৯২.৫৯ শতাংশ।


এবারের পরীক্ষায় পাশ করেছে মোট ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই বলে জানানো হয়েছে পর্ষদের তরফে। পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। ছাত্রদের পাশের হার ৮৮.৫৯ শতাংশ। অন্যদিকে সামান্য পিছিয়ে ছাত্রীরা। তাঁদের পাশের হার ৮৫ শতাংশ। অন্যদিকে পরীক্ষার খাতা স্ক্রুটিনিতে পাঠানোর জন্য সময় দেওয়া হচ্ছে ১৫ দিন।


আরও পড়ুন: WB Madhyamik Results 2022: টেক্সট বই খুঁটিয়ে পড়া, করোনায় অনলাইন ক্লাস, মাধ্যমিকে প্রথম অর্ণবের সাফল্যের চাবিকাঠি


এবার মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছে ২ জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ও বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম। অর্ণব ও রৌনক পেয়েছে ৬৯৩। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে কৌশিকী সরকার ও রৌনক মণ্ডল। তৃতীয় স্থানেও রয়েছে দুই জন। 


সকাল থেকে অনলাইন রেজাল্ট দেখুন: wb10.abplive.com


মাধ্যমিকের ফলাফল দেখুন: https://wb10.abplive.com


Education Loan Information:

Calculate Education Loan EMI