কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : পরীক্ষা শেষের আড়াই মাসের মাথায় ১৯ মে প্রকাশিত হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। শিক্ষামন্ত্রীর ট্যুইটের পর বিজ্ঞপ্তি জারি করে জানায় মধ্যশিক্ষা পর্ষদ। আনুষ্ঠানিক ফল প্রকাশের পর বেলা ১২টা থেকে জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। রোল নম্বর ও জন্মতারিখ দিলেই দেখা যাবে রেজাল্ট। পরীক্ষা শেষের ৭৫ দিন পর প্রকাশিত হচ্ছে এ বছরের মাধ্যমিকের ফল।



শিক্ষামন্ত্রী ট্যুইট করে জানান, আগামী ১৯ মে, শুক্রবার সকাল ১০টায় ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।  বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে,  সকাল ১০টায় সাংবাদিক বৈঠকে প্রকাশিত হবে ফল। 


অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com-এ। তার জন্য দিতে হবে জন্ম তারিখ ও রোল নম্বর।

ওই দিনই নির্দিষ্ট ক্যাম্প থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে স্কুলগুলি। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২৩ ফেব্রুয়ারি। শেষ হয় ৪ মার্চ। এবার পরীক্ষা দিয়েছে, ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪ লক্ষ। যারা পরীক্ষায় বসার আবেদন করেছিল, তাদেরও অনেকে পরীক্ষায় বসেনি। এই পরিস্থিতিতে পাশের হার কেমন হয়, সেই দিকে নজর থাকবে সবার।                                                http://bengali.abplive.com- যান।



  • url টাইপ করে এন্টার বাটন প্রেস করলেই খুলে যাবে পেজ।

  • তারপর দিতে হবে রোল নম্বর এবং জন্ম তারিখ।

  • তাহলেই পাওয়া যাবে জীবনের প্রথম বড় পরীক্ষার ফল। 

    তাহলে পরীক্ষার্থীরা তৈরি তো ? জীবনের প্রথম বড় পরীক্ষার ফল জানতে ? এবিপি আনন্দ-র তরফে রইল শুভেচ্ছা।                                                                                                                    


 



Education Loan Information:

Calculate Education Loan EMI