মালদা: প্রতিবছরই মাধ্য়মিকে (Madhyamik Result) নজরকাড়া ফলাফল হয় জেলার। এবারও তার অন্যথা হয়নি। তার মধ্যেই যেন আলাদা করে নজর কাড়ছে উত্তরবঙ্গের মালদা জেলা। মেধাতালিকায় প্রথম দশজনের মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা রয়েছে। কিন্তু প্রথম দশের মধ্যে স্থান পাওয়া পড়ুয়াদের নিরিখে সবাইকে যেন ছাপিয়ে গিয়েছে মালদা। 


শুধুমাত্র মালদা জেলার সব স্কুল মিলিয়ে মোট ২১ জন প্রথম দশের মধ্যে স্থান পেয়েছে। আরও এক মালদা ইংরেজবাজারের বাসিন্দা স্থান পেয়েছে মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে। সেই পড়ুয়া নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। মালদা (Malda) থেকে যারা রাজ্যের মেধাতালিকার প্রথম দশে স্থান পেয়েছে তাদের একটা বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত।


ফলের দিকে চোখ রাখলেই দেখা যাচ্ছে জেলায় একচেটিয়া ভাবে দুরন্ত ফল করেছে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। শুধুমাত্র এই স্কুল থেকেই ১৩ জন রাজ্যের মেধাতালিকার প্রথম দশে স্থান পেয়েছে। জায়গা করে নিয়েছে সুজাপুর হাই স্কুলও। এই স্কুলের ৩ পড়ুয়া জায়গা করে নিয়েছে রাজ্যের মেধাতালিকার প্রথম দশে। এছাড়াও, নাজিরপুর হাই স্কুল, এ সি ইন্সিটিটিউশন, মোজামপুর এইচএসএসবি হাইস্কুল, চাঁচল রানি দাক্ষায়ণী গার্লস স্কুল থেকেও রাজ্যের মেধাতালিকায় জায়গা করে নেওয়া হয়েছে। 


মালদারই বাসিন্দা অদ্রিজ গুপ্তও রাজ্যের মেধাতালিকায় স্থান পেয়েছে। সপ্তম স্থান অধিকার করেছে শিক্ষক বাবা মায়ের একমাত্র সন্তান অদ্রিজ। সে কলকাতায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পড়ুয়া। ক্লাস ফাইভ থেকে সেখানেই পড়াশোনা করেছে অদ্রিজ।


রাজ্যের মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে রিফাত হাসান নস্কর, সে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র। ওই স্কুলেরই পড়ুয়া মহম্মদ সারওয়ার ইমতিয়াজ রাজ্যের মেধাতালিকায় তৃতীয় স্থানে রয়েছে। তার প্রাপ্ত নম্বর ৬৯০। সে বলেন, 'ভাল লাগছে। যা পেয়েছি তাতেই খুশি হয়েছি। আমি ভেবেছিলাম ১-১০ এর মধ্যে অবশ্যই থাকব। থার্ড হব ভাবিনি, ভাল লাগছে। স্কুলের রেজাল্টও খুব ভাল হয়েছে। আমার বন্ধুদেরও ভাল রেজাল্ট হয়েছে। খুব ভাল লাগছে।'


মালদায় কোন স্কুল থেকে কারা মেধাতালিকায়:


রিফাত হাসান নস্কর- মালদা- রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির--দ্বিতীয়
মহ সারওয়ার ইমতিয়াজ- মালদা-রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির--তৃতীয়
মাহির হাসান-মালদা-রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির--তৃতীয়
স্বরাজ পাল-মালদা-রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির--তৃতীয়
অর্ঘদীপ সাহা-মালদা-রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির--তৃতীয়
অনুশ্রেয়া দাস-মালদা-চাঁচল রানি দাক্ষায়ণী গার্লস--তৃতীয়
শুভ্রজিৎ দে-মালদা-এ সি ইন্সিটিটিউশন--পঞ্চম
রায়হান আবেদিন- মালদা-মালদা-রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির--ষষ্ঠ
রিদ্ধিশ দাস-মালদা-রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির--ষষ্ঠ


গোলাম মাসুদ বিশ্বাস- মালদা- মোজামপুর এইচএসএসবি হাইস্কুল--সপ্তম
শেখ আয়ান রাশিদ- মালদা- রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির--সপ্তম
মহ ফাহিম আনিস- মালদা- রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির--সপ্তম
ফারহিন আখতার- মালদা-সুজাপুর হাই স্কুল--অষ্টম
আফিয়া আকিলা-মালদা-সুজাপুর হাই স্কুল--অষ্টম
অরণ্য লালা- মালদা-রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির--অষ্টম
দেব কুমার মিশ্র- মালদা- রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির--অষ্টম


সুমায়া সুলতানা- মালদা- সুজাপুর হাই স্কুল--দশম
মাহফুজ আলম- মালদা-নাজিরপুর হাই স্কুল--দশম
সাগ্নিক বক্সি- মালদা-এ সি ইন্সিটিটিউশন--দশম
অনুব্রত ঘোষ- মালদা-রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির--দশম
অঙ্কিত মন্ডল- মালদা-রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির--দশম


মাধ্যমিকের ফল এবিপি আনন্দ-এ 
অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com -এ। তার জন্য দিতে হবে জন্ম তারিখ ও রোল নম্বর। ক্লিক করুন  : wb10.abplive.com 


আরও পড়ুন: ডেঙ্গি পরবর্তী পর্যায়ে দ্রুত সুস্থ হওয়ার জন্য মেনুতে কোন কোন খাবার অবশ্যই রাখবেন?